চীন এবং কাতারের গণমাধ্যমে 'সিল্করোড সময়' প্রামাণ্যচিত্র প্রচারে যৌথ উদ্যোগ
  2019-01-28 10:56:19  cri

জানুয়ারি ২৮: চীনের উচৌ প্রচার কেন্দ্র এবং কাতারের আল-জাজিরা টিভি'র যৌথভাবে নির্মিত 'সিল্করোড সময়' নামক প্রামাণ্যচিত্র প্রচারের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল (রোববার) দোহায় আয়োজিত হয়। এ প্রামাণ্যচিত্র আগামী ৬ ফেব্রুয়ারি আল-জাজিরা টিভিতে প্রচার শুরু হবে। প্রতি সপ্তাহে একটি এপিসোড প্রচারিত হবে, এতে মোট ৫২টি এপিসোড রয়েছে। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের আরবি ভাষী দর্শকরা চীন সংক্রান্ত এ প্রামাণ্যচিত্র দেখতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চীনের উচৌ প্রচার কেন্দ্র এবং আল-জাজিরা টিভি একটি সহযোগিতামূলক স্মারক স্বাক্ষর করে। ভবিষ্যতে দু'পক্ষ তথ্য বিনিময়, মঞ্চ প্রতিষ্ঠা এবং অনুষ্ঠানের বিষয় নিয়ে গভীর সহযোগিতা চালাবে।

আল-জাজিরার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লা আল নাজার বলেন, এবারের সহযোগিতার মাধ্যমে আল-জাজিরা এবং চীনের গণমাধ্যমের মধ্যে সহযোগিতার নতুন সূচনা সৃষ্টি হবে।

এবারের প্রামাণ্যচিত্র প্রচারের মাধ্যমে চীনা জনগণ ও আরবি ভাষার জনগণের মাধ্যে সাংস্কৃতিক আদানপ্রদানের সেতু তৈরি হবে বলেও আশা করা হচ্ছে।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040