বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট ও উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির উচ্চ পর্যায়ের কর্মকর্তার সাক্ষাত্
  2019-01-28 10:52:53  cri

জানুয়ারি ২৮: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং তার স্ত্রী ফেং লি ইউয়ান গতকাল (রোববার) বেইজিংয়ে উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য রি সু ইয়ুং এবং তার নেতৃত্বে উত্তর কোরিয়ার মৈত্রী সাংস্কৃতিক ও শিল্প দলের সঙ্গে সাক্ষাত্ করেন।

সাংস্কৃতিক ও শিল্প দলকে চীন সফরে স্বাগত জানান সি চিন পিং ও ফেং লি ইউয়ান। সি চিন পিং বলেন, এবারের সফর দু'দেশের মধ্যে ধারাবাহিক সাংস্কৃতিক আদানপ্রদান পরিকল্পনার অন্যতম এবং দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে উদযাপনী অনুষ্ঠানগুলোর একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি বিশ্বাস করেন এবারের সফর খুব সফল হবে এবং দু'দেশের জনগণের মধ্যে মৈত্রী আরো বাড়বে।

রি সু ইয়ুং প্রথমে শীর্ষনেতা কিম জং-উন এবং তার স্ত্রী রি সোল জু'র শুভেচ্ছার কথা উল্লেখ করেন। এবারের সফরে চীনা প্রেসিডেন্ট এতো গুরুত্ব দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানান।

চীনা প্রেসিডেন্ট বলেন, ২০১৮ সাল থেকে তিনি এবং কিম জং-উন ৪বার বৈঠক করেন। চলতি বছর দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। উত্তর কোরিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করে দু'দেশের জনগণের জন্য কল্যাণ সৃষ্টি করে বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নে যৌথ অবদান রাখতে ইচ্ছুক চীন।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040