ব্রিটেনের 'দ্যা সানডে টেলিগ্রাফ' পত্রিকায় চীনা রাষ্ট্রদূত লিউ'র স্বাক্ষরযুক্ত প্রবন্ধ প্রকাশ
  2019-01-28 10:01:49  cri
জানুয়ারি ২৮: ব্রিটেনের 'দ্যা সানডে টেলিগ্রাফ' পত্রিকায় গতকাল (রোববার) দেশটিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লিউ সিয়াও মিংয়ের 'ব্রিটেনের নিরাপত্তায় হুমকি সৃষ্টি করবে না হুয়া ওয়েই' শিরোনামে প্রবন্ধ প্রকাশিত হয়।

একসময় কিছু পশ্চিমা সংবাদমাধ্যমে চীনা শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে তথাকথিত 'নিরাপত্তা হুমকির' কথা উল্লেখ করা হয়। এই শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে চীনের হুয়া ওয়েই কোম্পানি। রাষ্ট্রদূত লিউ বলেন, এই ভুল বক্তব্য বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। ব্রিটেনে চীনা রাষ্ট্রদূত হিসেবে আমি ব্রিটেনে হুয়া ওয়েই'র সফল গল্প সবাইকে জানাতে আগ্রহী।

প্রথমত, হুয়া ওয়েই হচ্ছে চীন ও ব্রিটেনের পারস্পরিক কল্যাণকর সহযোগিতার দৃষ্টান্ত। বিগত ৫ বছরে ব্রিটেনে ৭৫০০টি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে হুয়া ওয়েই কোম্পানি।

দ্বিতীয়ত, ব্রিটেনের টেলিযোগাযোগ শিল্পের সুদীর্ঘকালীর উন্নয়নে হুয়া ওয়েই'র অংশগ্রহণ দরকার।

তৃতীয়ত, হুয়া ওয়েই হচ্ছে ব্রিটেনের ভবিষ্যত অর্থনৈতিক উন্নয়নের সমর্থক ।

চতুর্থত, ব্রিটেনের ওপর যে কোনো হুমকি সৃষ্টি করবে না হুয়া ওয়েই। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040