রেশমপথ
  2019-01-28 10:01:05  cri



বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী থান জিংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৭৭ সালের ১১ সেপ্টেম্বর শানসি প্রদেশের হোমা শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) সদস্য; জাতীয় প্রথম পর্যায়ের অভিনেত্রী; লোক, পপ ও বেল ক্যান্টো কন্ঠশিল্পী; ঊনবিংশ শতাব্দিতে চীনের দশ শ্রেষ্ঠ তরুণের একজন; এবং একাদশ ও দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের প্রতিনিধি। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'রেশমপথ' নামের গান। ২০০৭ সালে গানটি রিলিজ হয়। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন থান জিংয়ের কন্ঠে 'রেশমপথ' নামের গান। তিনি হলেন চীনের পপ সংগীতে প্রথম মাস্টার ডিগ্রি লাভকারী। ২০০০ সালে তিনি সারা চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। একই বছরে তিনি নবম যুব সংগীত প্রতিযোগিতার পপ সংগীত ইভেন্টের স্বর্ণপদক লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'দীর্ঘ ভালবাসা' নামের গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন থান জিংয়ের কন্ঠে 'দীর্ঘ ভালবাসা' নামের গান। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী ওয়াং চেংয়ের গান শোনাবো। তিনি ১০৮০ সালের ৩ জানুয়ারি শানসি প্রদেশের সি'আন শহরে জন্মগ্রহণ করেন। তিনি ৫ বছর বয়স থেকে বেহালা ও সেল্লো শেখা শুরু করেন। ৬ বছর বয়স থেকে তিনি পরিবেশনা শুরু করেন। ১৪ বছর বয়স থেকে তিনি শানসি প্রদেশের শিল্প নোর্মাল বিদ্যালয়ে ভোকাল সঙ্গীত বিভাগে লেখাপড়া শুরু করেন। ১৭ বছর বয়স থেকে তিনি সামরিক সংস্কৃতি কলেজ, জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় পিএলএ চীন-এ (College of military culture, National Defence University PLA China) ভোকাল সঙ্গীত বিভাগে লেখাপড়া শুরু করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'বসন্তকালের বাতাস' নামের গান। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ওয়াং চেংয়ের কন্ঠে 'বসন্তকালের বাতাস' নামের গান। ১৯৯৭ সালে তাঁর রচনা সংগীত বিখ্যাত নারী কন্ঠশিল্পী হান হংয়ের অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। ১৯৯৯ সালে তিনি 'মিয়াও' নামের ব্যান্ড গড়ে তোলেন। তিনি হলেন ব্যান্ডটির কীবোর্ড প্লেয়ার ও প্রধান গায়ক। ব্যান্ডটি তখন বেইজিংয়ে খুবই জনপ্রিয় ছিল। ২০০৬ সালে তিনি সারা চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। ২০০৯ সালে তিনি নবম 'শীর্ষ চীনা সঙ্গীত' প্রতিযোগিতার (Top Chinese Music) মূল ভূভাগের শ্রেষ্ঠ কন্ঠশিল্পী, সংগীত প্রযোজক ও অ্যালবামের পুরস্কার লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'আমি তোমার জন্য গান গাইতে চাই' নামের গান শোনাবো। আশা করি, গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন নারী কন্ঠশিল্পী ওয়াং চেংয়ের কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে মালয়েশিয়ার কন্ঠশিল্পী ছাও গে'র কন্ঠে একটি গান শোনাবো। তাঁর আসল নাম ছাও বাই হাও। তিনি ১৯৭৯ সালের ৯ জুলাই মালয়েশিয়ার নাগরি সাবাহ রাজ্যের (Negeri Sabah) কোটা বেলুডে (Kota Belud) জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী ও সুরকার। ২০০৬ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০০৮ সালে তিনি চীনের তাইওয়ানের গোল্ডেন মেলডির শ্রেষ্ঠ কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। আজকের অনুষ্ঠানে আপনাদেরকে শোনাবো তাঁর কন্ঠে 'আমার বাড়ি' নামের গান। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ছাও গে'র কন্ঠে 'আমার বাড়ি' নামের গান। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী আলংয়ের কন্ঠে 'আজ নববর্ষ' নামের গান শোনাবো। এখানে শ্রোতাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040