হাসপাতালে অনুপস্থিত থাকলেই বরখাস্ত: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2019-01-27 18:56:05  cri
প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। বলেন, কোনো চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত হলেই সাময়িক বরখাস্ত করা হবে।

মন্ত্রণালয় পরিদর্শনের অংশ হিসেবে রোববার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ সব নির্দেশনা দেন। এ সময় চিকৎসকদের ২ বছরের ইন্টার্নের পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক বছর উপজেলায় থাকতে হবে তাদের। জনগণকে সেবা দিতে না পারলে এ পেশা ছেড়ে দিতে বলেন তিনি। একই সঙ্গে বেসরকারি চিকিৎসাসেবা ও হাসপাতালগুলোকে আরো নজরদারিতে আনতে কর্মকর্তাদের নির্দেশ দেন সরকার প্রধান। এর আগে মন্ত্রণালয়ে এসে পৌঁছলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040