দাভোসের বার্ষিক সম্মেলনে চীনের ভাইস-প্রেসিডেন্ট ওয়াং ছি শানের ভাষণের উচ্চ পর্যায়ের মূল্যায়ন করেছেন অতিথিরা
  2019-01-25 17:05:23  cri

স্থানীয় সময় গত বুধবার চীনের ভাইস-প্রেসিডেন্ট ওয়াং ছি শান সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনীতি ফোরামের বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন এবং 'দৃঢ় আস্থাসহ হাতে হাত রেখে একসাথে ভবিষ্যত তৈরি করা' শিরোনামে একটি ভাষণ দেন। বিশ্বের বিভিন্ন দেশের ৮'শ অতিথি বার্ষিক সম্মেলনে ভাষণটি শুনেছেন। ভাষণে ওয়াং ছি শান চীনের গত ৭০ বছরের উন্নয়ন সম্পর্কে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, অর্থনৈতিক বিশ্বায়নের কথা। তিনি উল্লেখ করেন, উন্নয়নের ভারসাম্য বিকাশের জন্য উন্নয়নের পথ বেছে নেওয়া উচিত। তা ছাড়া, আমাদের উচিত মানবজাতির সাধারণ ভাগ্য এবং সাধারণ দৃষ্টিভঙ্গি ও দূরদর্শিতা নিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের বৈশ্বিক কাঠামো গড়ে তোলা। যুক্তরাষ্ট্রের কোয়ালকম কোম্পানির প্রেসিডেন্ট ক্রিস্টিয়ানো আমন বলেন, চীনের ভাইস-প্রেসিডেন্ট ওয়াং ছি শানের ভাষণের বিভিন্ন দৃষ্টিভঙ্গির সঙ্গে দৃঢ়ভাবে একমত তিনি।

তিনি বলেন,

"আমি ভাইস-প্রেসিডেন্ট ওয়াং ছি শানের সঙ্গে একমত। পাবলিক এবং প্রাইভেট কোম্পানির মধ্যে বাণিজ্যিক সহযোগিতা হচ্ছে শেষ সমাধান। বিভিন্ন দেশের কোম্পানিগুলির মধ্যে ব্যবসার সংযোগ স্থাপন করা হয়েছে। এভাবে আন্তর্জাতিক বাণিজ্য গড়ে উঠবে এবং আন্তর্জাতিক বাণিজ্য রাজনীতির জন্য সর্বাধিক স্থিতিশীল হবে।"

ইউকে অ্যাসেট টিভি চ্যানেলের প্রধান সম্পাদক মার্ক কোলেগেটে বলেছেন, ভাইস-প্রেসিডেন্ট ওয়াং ছি শানের ভাষণে দার্শনিক এবং ঐতিহাসিক ধারণা অনেক রয়েছে। এটি মার্কেলের মতো পশ্চিমা নেতাদের বক্তৃতা নয়।

তিনি বলেন,

"ভাইস-প্রেসিডেন্ট ওয়াং ছি শানের ভাষণে বিশ্বায়ন সম্পর্কে পশ্চিমা দেশগুলোর উদ্যোগ থেকে নবোদিত দেশগুলোতে উন্নয়নের দৃষ্টিকোণ খুবই গুরুত্বপূর্ণ। তা ছাড়া, চলতি বছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৬ শতাংশ বজায় রাখায় ক্ষেত্রে চীনের অনেক আস্থা দেখা যায়। এটি নিশ্চয়তা প্রদান করে, যাতে অনেক মানুষ আশ্বস্ত বোধ করে।"

যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির জনসন স্কুল অফ বিজনেসের ইমার্জিং মার্কেটস ইনস্টিটিউটের পরিচালক লরডেস ক্যাসানোভা বলেছেন, ভাইস-প্রেসিডেন্ট ওয়াং ছি শানের ভাষণ দেওয়া এবং উত্তর দেওয়ার জন্য পাণ্ডুলিপির ওপর নির্ভর করেননি। তিনি একটি উন্মুক্ত মনোভাব দেখিয়েছেন।

তিনি বলেন,

"তিনি চীনের ভবিষ্যত সম্পর্কে আশাবাদী। বিশেষ করে, তিনি বলেন, চীনের উন্নয়ন হলো বিশ্বের জন্য কল্যাণকর; চীনের প্রতিবেশীরা উন্নত হলে বিশ্বের জন্য ভালো হবে। অন্যভাবে সবাই বিজয়ী এবং কেউ ক্ষতিগ্রস্ত হবে না। যদি চীন হেরে যায়, তাতে অন্য দেশের ওপর খারাপ প্রভাব পড়বে। আর চীন বিজয়ী হলে তাতে অন্য দেশের জন্য উপকার হবে।"

অস্ট্রেলিয়ান অর্থনৈতিক লেখক পিটার হোমস বলেন, চীনের ভাইস-প্রেসিডেন্ট ওয়াং ছি শানের ভাষণ খুবই আন্তরিক। তিনি ভাইস-প্রেসিডেন্ট ওয়াং ছি শানের বক্তব্য হৃদয় দিয়ে অনুভব করতে পারেন। তিনি বলেন,

"ভাইস-প্রেসিডেন্ট ওয়াং ছি শানের ভাষণ খুবই আন্তরিক। এটাই চমত্কার বিষয়। দাভোস ফোরামের প্রতিষ্ঠাতা ও অধ্যাপক শোয়াব যেমন জোর দিয়ে বলেছিলেন, তেমনি অর্থনৈতিক বৃদ্ধিই সব কথা নয়। বৃদ্ধি হওয়া উচিত সার্বিক এবং এ থেকে সবার উপকৃত হওয়া উচিত। আমরা সবাই এই মতামতের সাথে একমত যে, বিশ্বায়নের ক্রমাগত বিকাশ অব্যাহত রাখতে হবে। বিশ্বায়ন থেকে সবাই উপকৃত হবে।"

(জিনিয়া/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040