চীনের সার্বিক গভীরতর সংস্কার কমিশনের ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত
  2019-01-24 11:07:57  cri
জানুয়ারি ২৪: গতকাল (সোমবার) বিকালে বেইজিংয়ে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সার্বিক গভীরতর সংস্কার কমিশনের ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং সম্মেলনে সভাপতিত্ব করেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেন। তিনি বলেন, ২০২০ সাল পর্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র ও মৌলিক পর্যায়ের সংস্কারে সাফল্য অর্জিত হবে।

সম্মেলনে বিভিন্ন মতামত গৃহীত হয়। যেমন: 'শাংহাই স্টক এক্সচেঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বোর্ড এবং পাইলট রেজিস্ট্রেশন সিস্টেমের জন্য একটি ব্যাপক পরিকল্পনা', 'শাংহাই স্টক এক্সচেঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বোর্ড এবং পাইলট নিবন্ধন ব্যবস্থা বাস্তবায়ন মতামত', 'জাতীয় উদ্যানের উপর ভিত্তি করে একটি প্রাকৃতিক রিজার্ভ ব্যবস্থা প্রতিষ্ঠার নির্দেশিকা'। আরও আছে, 'শিক্ষা ও শিক্ষা সংস্কার এবং বাধ্যতামূলক শিক্ষার গুণগত মান উন্নয়নের মতামত', 'প্রতিভাবান ব্যক্তিদেরকে কঠোর ও দূরবর্তী এলাকায় এবং মৌলিক পর্যায়ে কাজ করার উত্সাহদানে মতামত', 'রাজনীতি ও আইনের ক্ষেত্রে ব্যাপক ও গভীর সংস্কার বাস্তবায়নে মতামত'। পাশাপাশি 'প্রাকৃতিক সম্পদের সংস্কার বাস্তবায়নে মতামত', 'ভূখণ্ডের স্থান পরিকল্পনা ব্যবস্থা এবং তার বাস্তবায়ন তত্ত্বাবধানে মতামত', 'একটি বাজারভিত্তিক সবুজ প্রযুক্তি উদ্ভাবন ব্যবস্থা নির্মাণ নির্দেশিকা', 'প্রাকৃতিক বন রক্ষা এবং পুনরুদ্ধার ব্যবস্থার পরিকল্পনা' গ্রহণ করা হয়। 'জাতীয় পরিবেশগত সভ্যতা পরীক্ষামূলক অঞ্চল (হাইনান) বাস্তবায়ন পরিকল্পনা', 'হাইনান ট্রপিকাল রেনফরেস্ট জাতীয় পার্ক ব্যবস্থা পরীক্ষামূলক প্রকল্প'সহ বিভিন্ন সিদ্ধান্ত ও পরিকল্পনাও সম্মেলনে গৃহীত হয়।

সম্মেলনে বলা হয়, বর্তমান সংস্কারের গুরুত্বপূর্ণ বিষয় হলো বাস্তব সমস্যা সমাধান করা। নাগরিকদের চাহিদা পূরণ করা এবং ভালোভাবে সংস্কার বাস্তবায়ন করা।

(মুক্তা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040