ওয়াং ই'র ফ্রান্স ও ইতালি সফরের মাধ্যমে বেইজিংয়ের সঙ্গে দেশ দুটির সম্পর্ক নতুন পর্যায়ে এগিয়ে যাবে: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
  2019-01-23 18:33:22  cri
জানুয়ারি ২৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, চীনা রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র ফ্রান্স ও ইতালি সফরের মাধ্যমে বেইজিংয়ের সঙ্গে দেশ দুটির সম্পর্ক নতুন পর্যায়ে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চীন ও ফ্রান্সের সম্পর্ক সম্পর্কিত আলোচনায় মুখপাত্র বলেন, চীন ও ফ্রান্স হচ্ছে সার্বিক কৌশলগত সহযোগী। বর্তমানে দু'দেশ সম্পর্কের সুষ্ঠু উন্নয়ন বজায় রেখেছে। এ বছর চীন ও ফ্রান্সের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী। দু'পক্ষ যৌথভাবে ধারাবাহিক উদযাপনী অনুষ্ঠান আয়োজন করবে ।

চীন ও ইতালির সম্পর্ক সম্পর্কিত আলোচনায় মুখপাত্র বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ইতালির সম্পর্কের সুষ্ঠু উন্নয়ন হয়েছে। এ বছর চীন ও ইতালির সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠার ১৫তম বার্ষিকী। আগামী বছর দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। দু'দেশের সম্পর্কের উন্নয়ন নতুন সুযোগের সম্মুখীন হচ্ছে। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040