বেইজিংয়ে তাইওয়ান-সংক্রান্ত কর্মসম্মেলন অনুষ্ঠিত
  2019-01-23 13:54:11  cri

জানুয়ারি ২৩: গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে তাইওয়ান-সংক্রান্ত ২০১৯ সালের কর্মসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চীনের কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সভাপতি ওয়াং ইয়াং সম্মেলনে ভাষণ দিয়েছেন।

তিনি বলেন, নতুন যুগে সি চিন পিংয়ের চীনা বৈশিষ্টসম্পন্ন সমাজতান্ত্রিক চিন্তাভাবনা অনুসরণ করে 'তাইওয়ানবাসীর প্রতি খোলা চিঠি' প্রকাশের ৪০তম বার্ষিকী উপলক্ষ্যে তাইওয়ান সংক্রান্ত বিষয়ে সি চিন পিংয়ের ভাষণের ভিত্তিতে 'শান্তিপূর্ণ একীকরণ, এক দেশ দুই ব্যবস্থা' নীতি অনুসরণ করে দেশের একীকরণ বাস্তবায়ন করা উচিত।

তিনি আরও বলেন, চলতি বছর তাইওয়ান প্রণালীর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করা এবং যে কোন ধরনের 'স্বাধীন তাইওয়ান' বিছিন্নবাদীদের সুযোগ না দেওয়ার অবস্থান দৃঢ়ভাবে অনুসরণ করতে হবে। তা ছাড়া, দুই প্রণালীর মধ্যে আদানপ্রদান জোরদার করা এবং সার্বিকভাবে তাইওয়ানবাসীর অনুকূলে নীতিগত ব্যবস্থা প্রণয়ন করা উচিত। দু'প্রণালীর তরুণ-তরুণীদের বিনিময়ের সুযোগ সৃষ্টি করা তাদের মূলভূভাগে অধ্যয়ন বা চাকরির সুযোগ সৃষ্টি করা উচিত।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040