ইরানের মহান এয়ার বিমানের জার্মানি যাতায়াত নিষেধাজ্ঞা অগ্রহণযোগ্য: তেহরান
  2019-01-23 13:50:01  cri

জানুয়ারি ২৩: ইরানের মহান এয়ার বিমানের জার্মানিতে উড্ডয়ন ও অবতরণ নিষেধাজ্ঞা অগ্রহণযোগ্য বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল (মঙ্গলবার) প্রকাশিত এক বিবৃতিতে এ বিরোধিতা জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, দু'দেশের সুসম্পর্ক সহ্য করতে না পেরে কারও দেওয়া ভুল তথ্যের ভিত্তিতে জার্মানি ইরানের বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞা দিয়েছে। মহান এয়ার কোম্পানির রেকর্ড খুব ভাল। জার্মানিকে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায় ইরান।

জার্মান সরকার গত সোমবার নিরাপত্তার কারণে ইরানের মহান এয়ার বিমানের জার্মানিতে উড্ডয়ন ও অবতরণ নিষেধাজ্ঞা জারি করে। জার্মান গণমাধ্যমের মতে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের কারণে জার্মানি এ সিদ্ধান্ত নিয়েছে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস গত সোমবার ইরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থন দেওয়া এবং জার্মানিতে গুপ্তচরবৃত্তির অভিযোগ তোলেন। তাই জার্মানি ইরানের মহান এয়ারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে বাধ্য হয়। কিন্তু তার মানে এই নয় যে, ইরানের পরমাণু চুক্তির ব্যাপারে জার্মানির অবস্থান বদলে যাবে।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040