সপ্তম রেশমপথের পুনরাবিষ্কার অনুষ্ঠান
  2019-01-23 10:59:03  cri

গত ৭ থেকে ১৬ জানুয়ারি, চীন সরকারের আমন্ত্রণে, তুরস্ক, মিসর, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলংকা ও বাংলাদেশের ১২ জন সাংবাদিক বেইজিং ও সিনচিয়াং সফর করেন। সফরের নাম 'রেশমপথের পুনরাবিষ্কার' বা 'রিডিসকভারি অব সিল্ক রোড।' এটি ছিল এ ধরনের সপ্তম সফর।

বাংলাদেশের ডেইলি সান পত্রিকার নির্বাহী সম্পাদক শিহাবুর রহমান সফরকারী দলটির অন্যতম সদস্য ছিলেন। ৭ থেকে ৯ জানুয়ারি, সফরকারী দলটি বেইজিংয়ের জিডি কোম্পানির সদরদফতর, চীনা রেলওয়ে সিগনাল ও কমিউনিকেশন কোম্পানি লিমিটেড (সিআরএসসি)-সহ বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করে এবং সিপিসি'র কেন্দ্রীয় কমিটির উপ-প্রচারমন্ত্রী চিয়াং চিয়ান কুওর সঙ্গে সাক্ষাৎ করে।

সিআরআই বাংলা বিভাগের শিশির সফরকারী দলটির সঙ্গে গাইড হিসেবে ছিলেন। তিনি ৯ জানুয়ারি সিনচিয়াংয়ের উদ্দেশ্যে রওয়ানা হবার সময় শিহাবুর রহমানের সঙ্গে কথা বলেন। সাক্ষাত্কারে বেইজিংয়ে তার দু'দিনের সফরের ওপর শিহাব আলোকপাত করেন। শুনুন সাক্ষাত্কারটি।

 


© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040