সুইজারল্যান্ড সফর শেষ করলেন চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং ছি শান
  2019-01-22 18:48:41  cri
জানুয়ারি ২২: সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের আমন্ত্রণে চীনা ভাইস-প্রেসিডেন্ট ওয়াং ছি শানের দু'দিনব্যাপী সুইজারল্যান্ড সফর আজ (মঙ্গলবার) শেষ হয়েছে।

সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককালে ওয়াং ছি শান বলেন, ২০১৬ সালে চীন-সুইজারল্যান্ড নবত্যাপ্রবর্তন সংক্রান্ত কৌশলগত অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এটি দু'দেশের সম্পর্কের উন্নয়নে দিকনির্দেশনা দিয়েছে। অর্থ-বাণিজ্য, অর্থ, নির্মাণ শিল্প এবং চিকিত্সা ও ওষুধসহ বিভিন্ন ক্ষেত্রে দু'পক্ষের পারস্পরিক কল্যাণ অর্জিত হয়েছে। এটি দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতায় আরও প্রবল চালিকাশক্তি যুগিয়েছে।

সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, চীনের ঐতিহাসিক সংস্কৃতি ও দেশ ব্যবস্থাকে সম্মান এবং 'এক চীন নীতি'-তে অবিচল থাকে সুইজারল্যান্ড। চীনের 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব বিভিন্ন দেশের অন্তঃদেশীয় বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ জোরদারে সহায়ক। 'এক অঞ্চল, এক পথ' সংক্রান্ত দ্বিতীয় আন্তর্জাতিক সহযোগিতা ফোরামে অংশ নেয়ার প্রত্যাশায় রয়েছেন তিনি। চীনের সঙ্গে বাণিজ্য, অর্থ, প্রযুক্তি, চিকিত্সা, ডিজিটাল অর্থনীতি, সংস্কার, শিক্ষা ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতে সুইজারল্যান্ড ইচ্ছুক বলেও জানান তিনি। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040