সংগীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
  2019-01-22 18:28:30  cri
প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার ভোরে রাজধানীর আফতাব নগরে নিজ বাসভবনে মারা যান তিনি।

তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে সাংস্কৃতিক অঙ্গনে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মুক্তিযোদ্ধা এ শিল্পীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তার মরদেহ বারডেমে রাখা হবে। বুধবার সকালে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। তাকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার দেওয়া হবে। বাদ-যোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে দাফন করা হবে বরেণ্য এই সঙ্গীত পরিচালককে। সব কটা জানালা খুলে দাওনাসহ অংখ্য কালজয়ী গানে সুর করেছেন বুলবুল যার অধিকাংশই তার নিজের লেখা। সংগীত পরিচালক ছিলেন দুই শতাধিক চলচ্চিত্রে। জাতীয় জীবনে অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছে রাষ্ট্রীয় একুশে পদক।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040