বসছে পদ্মা সেতুর ষষ্ঠ স্প্যান, দৃশ্যমান হচ্ছে সেতুর ৯০০ মিটার
  2019-01-22 18:28:02  cri
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ৩৬ ও ৩৭ নম্বর পিলারের ওপর বসছে ষষ্ঠ স্প্যানটি। এতে দৃশ্যমান হবে সেতর ৯০০ মিটার।

মঙ্গলবার সকালে দেড়শো মিটার দৈর্ঘ্য ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি নিয়ে জাজিরা প্রান্তে যাত্রা করে সাড়ে তিন হাজার টন ধারণক্ষমতা সম্পন্ন ক্রেন তিয়ান ই। স্প্যানটি জায়গা মতো পৌঁছতে সময় লাগবে দুদিন। আর বসাতে লাগবে আরো দুএকদিন। এর আগে ৫টি স্প্যান বসানোর মাধ্যমে পৌণে এক কিলোমিটার দৃশ্যমান হয় পদ্মা সেতুর।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040