বিশ্বের চতুর্থ শিল্প বিপ্লব সংক্রান্ত নতুন কাঠামো গঠনে বিভিন্ন দেশের যৌথ প্রচেষ্টা চালানো দরকার
  2019-01-22 18:06:11  cri
জানুয়ারি ২২: 'বিশ্ব অর্থনৈতিক ফোরাম—২০১৯' সংক্রান্ত বার্ষিক সম্মেলন আজ (মঙ্গলবার) সুইজারল্যান্ডের দাভোসে শুরু হয়েছে। কিন্তু এবারের সম্মেলনকে একটু 'ঠাণ্ডা' বলে মনে করা হয়। মার্কিন প্রতিনিধিদলের অংশগ্রহণ পরিকল্পনা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া ও ভারতের প্রতিনিধিরাও এতে অংশ নেননি।

বিশ্বায়ন ও অবাধ বাণিজ্য কঠোর চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এবার অনেক নেতাদের অনুপস্থিতি থেকে স্পষ্ট যে, বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতির অস্থিতিশীলতায় অনেকেই উদ্বিগ্ন।

এ বছরের দাভোস ফোরামের মূল প্রতিপাদ্য খুবই স্পষ্ট, তা হল 'বিশ্বের চতুর্থ শিল্প বিপ্লব সংক্রান্ত নতুন কাঠামো গড়ে তোলা'। নি:সন্দেহে বিশ্বায়ন শেষ পর্যায়ে চলে আসেনি, বরং এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে।

বর্তমানে বিশ্বায়নের সম্মুখীন অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে ধনী-গরিব ব্যবধান বৃদ্ধি। এতে বাণিজ্যের সংরক্ষণবাদ অব্যাহতভাবে বাড়ছে। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040