তিব্বতের পর্যটন সম্পর্কে চীনের নির্ধারিত নতুন উদ্যোগ যুক্তরাষ্ট্রের চাপের কারণে নয়: হংকং ভাষ্যকার
  2019-01-22 18:05:23  cri
জানুয়ারি ২২: চীনের হংকংয়ের 'সাউথ চায়না মর্নিং পোস্ট' পত্রিকায় গতকাল (সোমবার) সংবাদদাতা ছেন সিন সিয়ানের একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। প্রবন্ধের নাম 'তিব্বতে বিদেশি পর্যটকের জন্য চীন সরকারের উদ্যোগ একটি অর্থনৈতিক উদ্যোগ, বরং মার্কিন রাজনৈতিক চাপের প্রতিক্রিয়া নয়'। প্রবন্ধে তিনটি বিষয় তুলে ধরা হয়।

এক, তিব্বতে আসতে পর্যটকদের আবেদনপত্র নেয়ার সময় কম। বিশ্লেষকরা মনে করেন, আবেদনপত্র নেয়ার সময় কম হওয়া থেকে স্পষ্ট যে, এই ব্যাপারে চীন সরকারের যথেষ্ট আস্থা আছে।

দুই, তিব্বতের পরিস্থিতিতে চীন সরকার আস্থাবান। লন্ডন বিশ্ববিদ্যালয়ের চীনা গবেষণালয়ের প্রধান বলেন, তিব্বতের জন্য চীনের এই নতুন উদ্যোগের বিশেষ অর্থনৈতিক তাত্পর্য রয়েছে। এ থেকে স্পষ্ট যে, তিব্বতের অতীত-সমস্যা ইতোমধ্যেই নিয়ন্ত্রণ হয়েছে।

তিন, এই নতুন উদ্যোগ তিব্বতের পর্যটন উন্নয়নকে মজবুত করবে। তিব্বতের পর্যটন বাজার ছাড়াও গোটা বিশ্বের পর্যটকদের জন্য এটি একটি সুবিধাজনক ব্যবস্থা। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040