ফ্রান্স ও ইতালি সফর করবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী
  2019-01-22 16:10:52  cri
জানুয়ারি ২২: ১৮তম চীন ও ফ্রান্স কৌশলগত সংলাপসংশ্লিষ্ট আলোচনা আয়োজনকে সামনে রেখে ফ্রান্স সফর করবেন চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এরপর তিনি ইতালি সফর করবেন। ইতালি সফরে দুই সরকারের '৯ম যৌথ সম্মেলনে' সভাপতিত্ব করবেন ওয়াং ই। আগামী ২৩ থেকে ২৬ জানুয়ারি এ সফর অনুষ্ঠিত হবে।

গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং এসব তথ্য জানান।

তিনি বলেন, ফ্রান্সের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ফিলিপ এতিয়েনে ও ইতালির পররাষ্ট্রমন্ত্রী এনজো মিলানেসির আমন্ত্রণে দেশ দু'টি সফরে যাচ্ছেন ওয়াং ই।

(আকাশ/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040