উইগুর নারী নিয়ে সিএনএনের খবর "মিথ্যা মিশ্রিত দুরভিসন্ধিমূলক": চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
  2019-01-22 16:10:12  cri
জানুয়ারি ২২: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং গতকাল (সোমবার) এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, মার্কিন গণমাধ্যম সিএনএন উইগুর নারী সম্পর্কে যে খবর প্রকাশ করেছে তা "মিথ্যা মিশ্রিত দুরভিসন্ধিমূলক" প্রচারণা। ওই খবরে দাবি করা হয়, উরুমছিতে কারাদণ্ড পাওয়া এক নারী দেখেছে যে, সেখানে নয় জন উইগুর নারী মারা গেছে এবং তার ছেলে উরুমছি শিশু হাসপাতালে মৃত্যুবরণ করেছে। চীনের সংশ্লিষ্ট বিভাগ তদন্তের পর এর কোনো সত্যতা খুঁজে পায় নি।

হুয়া ছুন ইং বলেন, "সিনচিয়াংয়ের সংশ্লিষ্ট বিভাগের দেওয়া তথ্যে জানা যায়, ২০১৭ সালের ২১ এপ্রিল জাতিগত উস্কানি ও বৈষম্যের অভিযোগে সিনচিয়াংয়ের স্থানীয় পুলিশ মিহরিগুল তুরসুনকে গ্রেফতার করে। এর মধ্যে তার সংক্রামক রোগ ধরা পড়ে। মানবিক বিবেচনায় স্থানীয় পুলিশ তার ওপর থেকে শাস্তিমূলক ব্যবস্থা উঠিয়ে নেয়। শুধু এই ২০ দিন তাকে আটকে রাখা হয়। বাকি সময় মিহরিগুল তুরসুন মুক্ত ছিলেন। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, সে ২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত, মোট ১১ বার চীন ও মিশর, চীন ও সংযুক্ত আরব আমিরাত, চীন ও থাইল্যান্ড এবং চীন ও তুরস্ক যাতায়াত করে ওই নারী। মূলত মিহরিগুল তুরসুনকে কখনওই উরুমছি পুলিশ কারাদণ্ড দেয়নি এবং কোনো ধরনের 'দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্রেও' পাঠায় নি। সে সিএনএন এবং মার্কিন কংগ্রেসে ঘোষণা করেছে যে, "কারাবরণের সময় সে নয় জন মহিলার মৃত্যু দেখেছে এবং পুলিশ তাকে ৫০ জনেরও বেশি নারীর সঙ্গে আটক করে রেখেছে"- এসব তথ্য কোথায় পাওয়া গেল?

তার ছেলে সম্পর্কে হুয়া ছুন ইং বলেন, "তদন্তের পর নিশ্চিত হয়েছে যে, মিহরিগুল তুরসুনের মুইজি নামে একটি ছেলে নিউমোনিয়া, হাইড্রোসেফালুস ইত্যাদি রোগে আক্রান্ত। ২০১৬ সালের ১৪ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি, ৬ মে থেকে ১২ মে, ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত মিহরিগুল তুরসুন ও তার পরিবার তাকে উরুমছি শিশু হাসপাতালে ভর্তি করে। ২০১৮ সালের এপ্রিল মাসে মিহরিগুল তুরসুন ও তার স্বামী মুইজিকে নিয়ে মিশরে যায়। তাদের মিশরের পাসপোর্ট আছে। অথচ, সিএনএনের খবরে বলা হয় যে, মিহরিগুল তুরসুন বলেছে, তার ছেলে উরুমছি শিশু হাসপাতালে মারা গেছে এবং "তার ছেলেকে কেন হাসপাতালে ভর্তি করা হয়েছে- তা তাকে জানানো হয়নি।" এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা এবং দুরভিসন্ধিমূলক প্রচারণা।

হুয়া ছুন ইং আরও বলেন, মিহরিগুল তুরসুন গত বছরের ২৮ নভেম্বর মার্কিন কংগ্রেসে তার তথাকথিত অভিজ্ঞতা তুলে ধরে। যা সিনেটর মার্কো আন্তোনিওসহ কয়েকজনের উত্থাপিত "উইগুরের মানবাধিকার নীতি"র গুরুত্বপূর্ণ ভিত্তিতে পরিণত হয়। একজন মিথ্যাবাদীর মিথ্যা গল্পের ওপর ভিত্তি করে মার্কিন কংগ্রেসের সিনেটর চীন সরকার ও চীনের জাতিগত নীতির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ও অপবাদ দিয়েছে। আমরা এটা সম্পূর্ণ প্রত্যাখ্যান করি। আমরা দাবি করি, মার্কিন ওই সিনেটর বাস্তব পরিস্থিতিকে সম্মান জানাবেন, চীনের ধর্মীয় বিষয় এবং সিনচিয়াং প্রশাসনের নীতির বিরুদ্ধে অপবাদ দেওয়া বন্ধ করবেন। তা নাহলে শুধু নিজের ও যুক্তরাষ্ট্রের সুনামই নষ্ট হবে।

(আকাশ/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040