পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক
  2019-01-22 15:38:42  cri

জানুয়ারি ২২: গতকাল (সোমবার) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সঙ্গে বৈঠক করেন দেশটিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও চিং। তাঁরা চীন-পাক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

বৈঠকে ইয়াও চিং বলেন, চীন সবসময় চীন-পাক সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় এবং পাকিস্তানকে চীনা কূটনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে। গত বছর পাক প্রধানমন্ত্রী চীন সফর করেন। দু'দেশের নেতা চীন-পাক সার্বক্ষণিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ক জোরদার করা, নতুন যুগে আরো ঘনিষ্ঠা চীন-পাক অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠা করা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য দিক-নির্দেশনা দিয়েছেন। নতুন বছরে চীন আশা করে পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক আস্থা জোরদার করে, বিভিন্ন ক্ষেত্রের বাস্তব সহযোগিতা গভীরতর করবে, চীন-পাক অর্থনৈতিক করিডোর উন্নয়ন ত্বরান্বিত করবে এবং একসঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করবে।

জবাবে কুরেশি বলেন, চীন-পাক সার্বক্ষণিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ককে সবসময় গুরুত্ব দেয় পাকিস্তান। পাক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমর্থন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চীনের অবদানের জন্য তিনি প্রশংসা করেন। তিনি বলেন, ইসলামাবাদ বেইজিংয়ের সঙ্গে দু'দেশের নেতাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করে সার্বিকভাবে দু'দেশের উন্নয়নের মান উন্নত করতে, যৌথভাবে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে অবদান রাখার আশা করে।

(তুহিনা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040