২০১৯ ও ২০২০ সালে বিশ্বের অর্থনৈতিক উন্নয়ন হার প্রায় ৩ শতাংশে পৌঁছাবে: জাতিসংঘ
  2019-01-22 15:38:17  cri
জানুয়ারি ২২: ২০১৯ ও ২০২০ সালে বিশ্বের অর্থনৈতিক উন্নয়ন হার প্রায় ৩ শতাংশে পৌঁছাবে। গতকাল (সোমবার) জাতিসংঘের প্রকাশিত '২০১৯ বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি ও পূর্বাভাস' রিপোর্টে এ কথা বলা হয়।

এতে বলা হয়, ২০১৯ সালে আর্থিক উদ্দীপনামূলক পদক্ষেপের প্রভাব হ্রাসের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বৃদ্ধির হার ২.৫ শতাংশ হবে, আর ২০২০ সালে অর্থনৈতিক বৃদ্ধির হার ২.০ শতাংশে পৌঁছাবে। 'ব্রেক্সিটের' প্রভাবে চলতি ও আগামী বছর ইইউ'র অর্থনৈতিক উন্নয়নের বৃদ্ধির হার হবে প্রায় ২ শতাংশ। ২০১৯ সালে চীনের অর্থনৈতিক বৃদ্ধির হার ৬.৩ শতাংশে পৌঁছাবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়।

রিপোর্টে আরো বলা হয়, বাণিজ্যিক সংঘাত বৃদ্ধির কারণে বিশ্বে বাণিজ্যিক বৃদ্ধির হার ২০১৭ সালের ৫.৩ শতাংশ থেকে ২০১৮ সালে ৩.৮ শতাংশে কমে গেছে। বাণিজ্যিক উত্তেজনাময় পরিস্থিতি বিশ্ব অর্থনীতির উপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলবে।

জাতিসংঘের প্রধান অর্থনীতিবিদ ইলিয়ট হ্যারিস বলেন, বাণিজ্যিক সংঘাত, উচ্চ ঋণ, জলবায়ু পরিবর্তন ইত্যাদি সমস্যা অর্থনৈতিক উন্নয়নের জন্য বাধা, তাই বিভিন্ন দেশের উচিত একসঙ্গে সমন্বয় করে চ্যালেঞ্জ মোকাবিলা করা। তিনি জোর দিয়ে বলেন, বহুপক্ষবাদ টেকসই উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সমাজের এই ব্যবস্থা সমর্থন করা উচিত। (তুহিনা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040