সংবাদ পর্যালোচনা: ২০১৯ সালে সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের প্রথম পার্টি ক্লাস
  2019-01-22 15:09:01  cri
জানুয়ারি ২২: চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি'র প্রাদেশিক বা মন্ত্রণালয় পর্যায়ের প্রধান নেতৃবৃন্দ ও ক্যাডারের গবেষণা ও আলোচনা ক্লাস গতকাল (সোমবার) সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পার্টি স্কুলে শুরু হয়।

এবারের গবেষণা ও আলোচনা ক্লাসের প্রসঙ্গ হলো আত্মসংযমের চিন্তাধারায় অবিচল থাকা এবং গুরুতর ঝুঁকি প্রতিরোধ ও দূর করা। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, বহির্বিশ্বের সুগভীর পরিবর্তন এবং চীনের সংস্কার কার্যক্রমের উন্নয়ন ও স্থিতিশীলতার সম্মুখীন নতুন চ্যালেঞ্জ সঠিকভাবে জানা, আত্মসংযমের চিন্তাধারায় অবিচল থাকা, উদ্বেগ সচেতনতা জোরালো করা, প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ক্ষমতা বাড়ানো, গুরুতর ঝুঁকি প্রতিরোধ ও দূর করা এবং অর্থনীতি ও সমাজের স্থিতিশীল সুষ্ঠু উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করা উচিত্।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সি চিন পিং এতে এক ভাষণ দেন। ভাষণে তিনি বলেন, বর্তমানে চীনের পরিস্থিতি সমাষ্টিকভাবে ভালো হচ্ছে। সিপিসি'র কেন্দ্রীয় সরকারের নেতৃত্ব শক্তিশালী। অর্থনীতির স্থিতিশীলতা বজায় রয়েছে এবং এগিয়ে যাচ্ছে।

ভাষণে রাজনীতি, সচেতনতা, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজ, বহির্বিশ্ব, সিপিসি'র গঠনসহ বিভিন্ন ক্ষেত্রে সম্ভাব্য গুরুতর ঝুঁকির গভীর বিশ্লেষণ করেন প্রেসিডেন্ট সি।

তিনি বলেন,

'পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতি এবং আশেপাশের জটিল ও স্পর্শকাতর পরিবেশের সম্মুখীন হয়ে আমাদের বরাবরই উচ্চ পর্যায়ের সতর্কতা বজায় রাখা উচিত্। আমাদের ঝুঁকি প্রতিরোধের সচেতনতা থাকতে হবে, আর থাকতে হবে ঝুঁকি মোকাবিলার ক্ষমতা।'

বর্তমানে চীনের অর্থনৈতিক পরিস্থিতি সমাষ্টিকভাবে ভালো হচ্ছে। তবে অর্থনীতির ক্ষেত্রে আমাদের আন্তর্জাতিক পরিবেশ ও অভ্যন্তরীণ শর্তের গভীর ও জটিল পরিবর্তিত হচ্ছে। সরবরাহ খাতের কাঠামোগত সংস্কার এগিয়ে নেওয়ার প্রক্রিয়ায় অনিবার্যভাবে কিছু প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ থাকতে পারে। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বিভাগের কার্যকর ব্যবস্থা নিয়ে কর্মসংস্থান, অর্থ, বৈদেশিক বাণিজ্যিক পুঁজি বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন নিশ্চিত করা উচিত্ বলে জোর দেন প্রেসিডেন্ট সি।

তিনি বলেন,

'স্থিতিশীল প্রবৃদ্ধি এবং ঝুঁকি প্রতিরোধ সম্পর্ক ভালোভাবে ভারসাম্য গড়ে তোলা উচিত্। কার্যকরভাবে মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোর অর্থ সংগ্রহের সমস্যার সমাধান করা উচিত্।'

ভাষণে প্রেসিডেন্ট সি আরও বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নিরাপত্তা হলো জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্যবস্থার নির্মাণ ও ক্ষমতার নির্মাণ জোরালো করা, জাতীয় সৃজনশীল ব্যবস্থা পূর্ণাঙ্গ করে তোলা এবং সৃজনশীল ব্যবস্থার কার্যকারিতা বাড়ানো উচিত্ বলেও তিনি উল্লেখ করেন।

তা ছাড়া, ভাষণে জনস্বার্থের সঙ্গে জড়িত বিভিন্ন সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন প্রেসিডেন্ট সি। কর্মসংস্থান, শিক্ষা, সামাজিক নিশ্চয়তা, চিকিত্সা ও স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং আবাসিক বাজার নিয়ন্ত্রণসহ বিভিন্ন ক্ষেত্রে ভালোভাবে কাজ করা উচিত্ বলে ভাষণে জোর দেন প্রেসিডেন্ট সি।

সিপিসি'র ১৮তম জাতীয় কংগ্রেসের পর কঠোরভাবে পার্টি শাসনে লক্ষণীয় অগ্রগতি অর্জিত হয়। তবে, দুর্নীতি দমনের মাত্রা ও প্রতিজ্ঞা কমানো উচিত্ নয় বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট সি।

লিলি/তৌহিদ

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040