ইইউ'র সঙ্গে 'ব্রেক্সিট' চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত রাখবেন থেরেসা মে
  2019-01-22 10:36:57  cri
জানুয়ারি ২২: ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে গতকাল (সোমবার) বলেছেন, ব্রিটিশ পার্লামেন্টে 'ব্রেক্সিট চুক্তি' নাকচ হলেও ব্রিটেনের কিছু রাজনৈতিক দলের সঙ্গে চুক্তিটি নিয়ে আলোচনা চলছে এবং তিনি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গেও আলোচনা অব্যাহত রাখবেন।

এদিন ব্রিটেনের পার্লামেন্টের নিম্ন কক্ষে থেরেসা মে বলেন, তিনি ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টি অব নর্থ আয়ারল্যান্ডসহ কিছু রাজনৈতিক দলের সঙ্গে 'ব্রেক্সিট' পরবর্তী আয়ারল্যান্ডের সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করছেন। তিনি জোর দিয়ে বলেন, তিনি মনে করেন, 'ব্রেক্সিট' স্থগিত রাখার প্রস্তাব পার্লামেন্টের নিম্নকক্ষে সমর্থন পাবে না।

গত ১৫ তারিখ ব্রিটেনের পার্লামেন্ট, এর আগে সরকার ও ইইউ' স্বাক্ষরিত 'ব্রেক্সিট' চুক্তি নাকচ করে দেয়।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040