অধ্যবসায়
  2019-01-22 10:34:42  cri



বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি প্রথমে আপনাদেরকে নারী কন্ঠশিল্পী থিয়ান চেন'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৬৬ সালের ২ মে বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। ১৯৮৪ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ১৯৮৬ সালে তিনি 'সর্বশেষ সময়' নামের গান গওয়ার মাধ্যমে সারা চীনে জনপ্রিয় হয়ে উঠেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'হাজার বছরের বাড়ি ও রাষ্ট্রের স্বপ্ন'। গানটি একটি টিভি সিরিজের থিম সং। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন থিয়ান চেন'র কন্ঠে 'হাজার বছরের বাড়ি ও রাষ্ট্রের স্বপ্ন' নামের গান। ১৯৮৮ সালে তিনি চীনের বেতার শিল্প গ্রুপে যোগ দেন। ২০০১ সালের ডিসেম্বরে তিনি প্রথম একক কনসার্ট আয়োজন করেন। তখন থেকে তিনি বিভিন্ন সংগীত প্রতিযোগিতার পুরস্কার লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'অধ্যবসায়' নামের গান শোনাবো। গানটি ১৯৯৫ সালে রিলিজ হয়। তিনি গানটি দিয়ে ১৯৯৭ সালে চীনের শেষ্ঠ সংগীত পুরস্কার লাভ করেন। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন নারী কন্ঠশিল্পী থিয়ান চেন'র কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে চীনের নারী লোকসংগীত শিল্পী থং লি'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ছোটবেলা থেকে সংগীত শেখা শুরু করেন। তিনি নিজের জন্মস্থান আনহুই প্রদেশের মাআনশা শহরে সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। ২০০৫ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। একই বছরের ডিসেম্বরে তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। ২০০৬ সালে তিনি টানা দশটি অ্যালবাম প্রকাশ করেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'মার্চ মাসে ইয়াংচৌতে যাবো' নামের গান। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন থং লি'র কন্ঠে 'মার্চ মাসে ইয়াংচৌতে যাবো' নামের গান। থং লি'র সংগীতে কিছুটা অপেরার বৈশিষ্ট্য দেখা যায়। বিশেষ করে, দক্ষিণ-পূর্ব চীনের আঞ্চলিক লোকসংগীতের বৈশিষ্ট্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় তাঁর গানগুলোয়। তাঁর কন্ঠ সুন্দর ও মধুর মত মিষ্টি। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'চন্দ্রপ্রভায় পশ্চিম ভবন' নামের গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন থং লি'র কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে একজন নারী কণ্ঠশিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি হলেন ওয়াং সিন লিং (সিন্ডি ওয়াং)। তিনি ১৯৮২ সালের ৫ সেপ্টেম্বর চীনের তাইওয়ানের সিনচু জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৩ সালে প্রথম অ্যালবাম প্রকাশ করেন। তিনি একজন আইডল গায়িকা। ২০০৪ সালে তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। এখন পর্যন্ত তিনি মোট ১১টি অ্যালবাম প্রকাশ করেছেন। তিনি একজন অভিনেত্রীও বটে। তার পরিবেশিত টিভি সিরিজ সারা চীনে খুবই জনপ্রিয়। এখন আমি আপনাদেরক তাঁর কন্ঠে 'তোমাকে ভালবাসি' নামের গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ওয়াং সিন লিংয়ের কন্ঠে 'তোমাকে ভালবাসি' নামের গান। এখন আমি তার কণ্ঠে 'সেই গ্রীষ্মকালে শান্ত সমুদ্র' নামের গান শোনাতে চাই। গানটির কথা এমন। 'তখন আমরা প্রতিদিন একসঙ্গে থাকতাম। কোনো দূরত্ব ছিল না। আমরা আশা করেছিলাম, সারা বিশ্ব আমাদের সম্পর্ক জানতে পারবে। কিন্তু আমরা অনেক তরুণ ছিলাম, সুখ ও দু:খের মতো। আজ তোমাকে দেখছি; গতকাল তুমি কোথায় গিয়েছিলে? সেই গ্রীষ্মকালে আমরা শান্ত সমুদ্রে লুকিয়েছিলাম। এ শীতকালে তুমি নেই। আমার হৃদয় শূন্য। তোমার সঙ্গে দেখা হলে আমি কত আনন্দ পাই। আমি এখন বুঝেছি যে, স্মৃতি বাস্তবতার চেয়েও আরো সুন্দর। তাই কখনো বলোনা বিদায়।' আচ্ছা বন্ধুরা, চলুন গানটি শুনি।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040