২০১৯ তাইওয়ানের যুব ছাত্রদের চীনা সংস্কৃতি স্টাডি ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান বেইজিংয়ে অনুষ্ঠিত
১৫ জানুয়ারি সকালে '২০১৯ তাইওয়ান যুব ছাত্রদের চীনা সংস্কৃতি স্টাডি ক্যাম্পের' উদ্বোধনী অনুষ্ঠান বেইজিংয়ের চীনের সংস্কৃতি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। তাইওয়ান ইউনিভার্সিটি, তাইওয়ান ছিংহুয়া বিশ্ববিদ্যালয়, ঝুয়াঝাং ইউনিভার্সিটি, শিক্সিন ইউনিভার্সিটি, সান ইয়াতসেন, আইশো ইউনিভার্সিটি এবং তাইপেই বিশ্ববিদ্যালয়ের ৭০টিরও বেশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৮টি দলে মোট ৪৪০ জন এ গবেষণায় অংশগ্রহণ করেছেন।
তাইওয়ান প্রণালীর দু'পারের সম্পর্ক সমিতির মহাসচিব মা কুও লিয়াং উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, প্রথমবারের মতো মূল ভূখণ্ডে আসার পর তাইওয়ানের তরুণ-তরুণীরা আরও বেশি দেখছে, আরও বেশি শিখছে। তারা দেশের অর্থনীতি ও উন্নয়ন সম্পর্কে জানতে পারছে। তিনিও আশা করেন, শিক্ষার্থীরা আরও অভিজ্ঞতা পাবে, আরও যোগাযোগ করবে এবং নতুন বন্ধুদের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে। তাইওয়ান ফিরে ভালো স্মৃতি যোগাড় করুন এবং কিছু ভালো স্বপ্ন বাস্তবায়ন করুন।