চীন বরাবরই শান্তিপূর্ণ উন্নয়নের পথে থাকবে: চীনা প্রতিনিধি
  2019-01-22 10:13:33  cri

জানুয়ারি ২২: জাতিসংঘের জেনিভা কার্যালয়ে নিযুক্ত চীনের নতুন স্থায়ী উপ-প্রতিনিধি ও নিরস্ত্রীকরণ বিষয়ক দূত লি সুং বলেছেন, চীন বরাবরই শান্তিপূর্ণ উন্নয়নের পথে থাকবে এবং কখনও আধিপত্যবাদ ও আত্মসম্প্রসারণ করবে না। গতকাল (সোমবার) জেনিভায় নিরস্ত্রীকরণ বিষয়ে এক সম্মেলনে এ বক্তব্য দেন তিনি।

 

লি বলেন, নতুন শতাব্দীতে আন্তর্জাতিক পরিস্থিতি ও বিভিন্ন দেশের সম্পর্কে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে; নবোদিত দেশ আর উন্নয়নশীল দেশগুলোর ব্যাপক উন্নয়নে বৈশ্বিক প্রশাসনে আরও ন্যায়সঙ্গত ও যুক্তিযুক্ত আন্তর্জাতিক শৃঙ্খলা তৈরি করা খুব প্রয়োজন। জাতিসংঘের সদস্যদেশগুলোর যৌথ সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক সামরিক নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণ বাস্তবায়ন করা এবং পরমাণু অবিস্তার ব্যবস্থা জোরদার করা খুব জরুরি।

লি আরও বলেন, নিরস্ত্রীকরণ সম্মেলন জাতিসংঘের সব সদস্যদেশের জন্য উন্মুক্ত থাকা উচিত। নতুন এজেন্ডা ও আলোচ্যবিষয় এবং বিজ্ঞান প্রযুক্তি উন্নয়ন সুদূরপ্রসারী কৌশলগত ভারসাম্য ও স্থিতিশীলতা রক্ষা করবে বলে প্রত্যাশা করেন তিনি।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040