২০১৮ সালে চীনের নির্মাণ শিল্পে পুঁজি বিনিয়োগ ও বেসরকারি পুঁজি দ্রুত বেড়েছে
  2019-01-21 16:32:09  cri
জানুয়ারি ২১: আজ (সোমবার) চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রধান নিং জি জে বেইজিংয়ে জানান, ২০১৮ সালে চীনের পুঁজি বিনিয়োগ খাতে স্থিতিশীল বৃদ্ধি বজায় ছিল। এর মধ্যে নির্মাণ শিল্পে পুঁজি বিনিয়োগ ও বেসরকারি পুঁজি ব্যাপক হারে বেড়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে স্থায়ী সম্পদে পুঁজি বিনিয়োগের পরিমাণ ৬৩ ট্রিলিয়ন ইউয়ানেরও বেশি হয়; যা ২০১৭ সালের চেয়ে ৫.৯ শতাংশ বেশি। আর বেসরকারি পুঁজির পরিমাণ ৩৯ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যায়; এর বৃদ্ধির হার ৮.৭ শতাংশ।

তা ছাড়া, হাইটেক প্রযুক্তি নির্মাণ শিল্প ও সরঞ্জাম উত্পাদন শিল্পে পুঁজি বিনিয়োগ বৃদ্ধির হার ১৬.১ এবং ১১.১ শতাংশ হয়েছে বলে জানানো হয়।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040