বৈরুতে আরব অর্থনৈতিক শীর্ষসম্মেলন অনুষ্ঠিত
  2019-01-21 15:03:50  cri
জানুয়ারি ২১: চতুর্থ আরব অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নসংক্রান্ত শীর্ষসম্মেলন গতকাল (রোববার) লেবাননের রাজধানী বৈরুতে অনুষ্ঠিত হয়েছে। আরব দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের বিভিন্ন সমস্যা, দারিদ্র্য, বেকারত্ব, নারী অধিকার এবং সিরিয়া শরণার্থী সমস্যাসহ বিভিন্ন বিষয়ে এতে আলোচনা হয়েছে।

এবারের শীর্ষসম্মেলনের প্রতিপাদ্য "সমৃদ্ধি ও শান্তির ফ্যাক্টর"। সম্মেলনে ২০টিরও বেশি আরব দেশের নেতৃবৃন্দ ও প্রতিনিধি অংশ নিয়েছেন।

আরব লিগের মহাসচিব আহমেদ আব্দুল ঘেইত জানান, এখন আরব দেশগুলো খাদ্য সরবরাহ, পানি সম্পদ, জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবিলা করছে। আরব অর্থনৈতিক সমন্বয় অব্যাহতভাবে এগিয়ে নেওয়ার আশাবাদও ব্যক্ত করেছেন তিনি।

(আকাশ/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040