পূর্ব জেরুসালেমে জাতিসংঘ স্কুল বন্ধ করায় ইসরাইলের নিন্দা জানিয়েছে ফিলিস্তিন
  2019-01-21 11:56:23  cri

জানুয়ারি ২১: গতকাল (রোববার) ইসরাইল পূর্ব জেরুসালেমে জাতিসংঘের স্কুল বন্ধ করে দিয়েছে। এতে ফিলিস্তিনি শরণার্থীদের অধিকার লঙ্ঘিত হওয়ায় ইসরাইলের নিন্দা জানিয়েছে ফিলিস্তিন।

ফিলিস্তিনি মুক্তি সংস্থার নির্বাহী কমিটির সদস্য হানান আশরাভি এদিন প্রকাশিত এক বিবৃতিতে বলেন, ইসরাইলের এ সিদ্ধান্ত হচ্ছে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সংস্থাবিরোধী আপত্তিকর আচরণ। এ সিদ্ধান্ত ফিলিস্তিনি শরণার্থীদের বৈধ অধিকার লঙ্ঘন এবং পবিত্র শহর জেরুসালেমের অপমান।

একই দিন ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইসরাইল নিজস্ব শিক্ষা-ধারণা জোর করে পূর্ব জেরুসালেমের শিক্ষার ওপর চাপিয়ে দিতে চায়। তা গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক সমাজের উচিত এ চেষ্টার বিরোধিতা করা।

পূর্ব ফিলিস্তিন জাতিসংঘ শরণার্থী সংস্থার দায়িত্বশীল ব্যক্তি সামি মশাশা বলেন, তাদের সংস্থা জাতিসংঘের সিদ্ধান্তে প্রতিষ্ঠিত হয়েছে- ইসরাইলের উদ্যোগে নয়।

এদিকে ইসরাইলের গণমাধ্যম জানিয়েছে, আগামী বছর থেকে পূর্ব ফিলিস্তিনে জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোর অনুমোদন বাতিল করা হবে। এর ফলে ৭টি স্কুলের ৩০০০ শিক্ষার্থী প্রভাবিত হবে।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040