চাদ ও ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার
  2019-01-21 10:16:53  cri
জানুয়ারি ২১: ইসরাইল ও চাদের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার হয়েছে। গতকাল (রোববার) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু চাদ সফরকালে সে দেশের প্রেসিডেন্ট ইদ্রিস দেবির সঙ্গে বৈঠক করেন এবং কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের চুক্তি স্বাক্ষর করেন।

বৈঠকের পর আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দেবি বলেন, চাদ ইসরাইলের সঙ্গে কৌশলগত পারস্পরিক কল্যাণকর সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করতে ইচ্ছুক। দু'পক্ষ বৈঠককালে সালেহ এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছে এবং সন্ত্রাস দমনে সহযোগিতার বিষয়ে একমত হয়েছে।

নেতানিয়াহু বলেন, সালেহ এলাকার শান্তি ও স্থিতিশীলতা আফ্রিকা ও বিশ্বের জন্য খুব গুরুত্বপূর্ণ। দু'দেশ সন্ত্রাসদমন, নিরাপত্তা, কৃষি, খাদ্য ও পানি সম্পদসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করবে।

চাদ প্রেসিডেন্ট ভবন দু'দেশের স্বাক্ষরিত কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার চুক্তির খবর প্রকাশ করেছে। চুক্তি অনুযায়ী, দু'দেশের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার ফিলিস্তিন ইস্যুতে কোনো প্রভাব ফেলবে না বলে উল্লেখ করেছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী কার্যালয় একই দিন এক বিবৃতিতে বলেছে, ইসরাইল ও চাদ মনে করে, দু'দেশের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার হলো ভবিষ্যত্ সহযোগিতার ভিত্তি; যা দ্বিপক্ষীয় স্বার্থের জন্য সহায়ক।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040