প্রসঙ্গ: চীনের বসন্ত উত্সবের আগে-পরে যাত্রীদের ভিড়
  2019-01-21 14:38:40  cri


গতকাল (রোববার) দিবাগত রাত ১২টা ২৯ মিনিটে বেইজিং থেকে চিয়াংসু প্রদেশের নান থোংগামী প্রথম অতিরিক্ত যুক্ত কে-৪০৫১ নম্বর ট্রেনটি বেইজিং স্টেশন ত্যাগ করে। এর মাধ্যমে কার্যত আসন্ন বসন্ত উত্সবকে সামনে রেখে বেইজিংয়ের রেল-পরিবহন খাতে ব্যস্ততা শুরু হলো। পরিসংখ্যান অনুযায়ী, আসন্ন বসন্ত উত্সবের সময় গোটা চীনে বিভিন্ন পরিবহনযান ব্যবহারকারী যাত্রীর সংখ্যা হবে প্রায় ৩০০ কোটি পার্সনটাইমস।

গত বছর বসন্ত উত্সবকে সামনে রেখে যাত্রীদের ব্যস্ততা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল পয়লা ফেব্রুয়ারি। সেবার রেলযাত্রীর সংখ্যা ছিল ৩৯ কোটি পার্সন টাইমস এবং সারা চীনে বিভিন্ন পরিবহনযানের মোট যাত্রীর সংখ্যা ছিল ৩০০ কোটি পার্সনটাইমস। এবার বসন্ত উত্সবকে সামনে রেখে অতিরিক্ত যাত্রীর চাহিদা মেটাতে নির্দিষ্ট ৭৬৩৮টি ট্রেন ছাড়া, অতিরিক্ত ৪২৮টি ট্রেন যুক্ত হয়েছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040