সংরক্ষণবাদের বিরোধিতা সিপিটিপিপি'র
  2019-01-20 16:57:56  cri
জানুয়ারি ২০: আন্তঃদেশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশীদারি সম্পর্ক সংক্রান্ত চুক্তি সার্বিকভাবে এগিয়ে নেয়া বা সিপিটিপিপি'র ১১টি দেশের প্রথমবারের মন্ত্রী পর্যায়ের সম্মেলন গতকাল (শনিবার) টোকিওতে অনুষ্ঠিত হয়। সম্মেলনের পর বিভিন্ন পক্ষের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে সংরক্ষণবাদের বিরোধিতা এবং অবাধ বাণিজ্যের প্রতি সমর্থনের কথা উল্লেখ করা হয়।

বৈশ্বিক বাণিজ্যে সংরক্ষণবাদ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ ছাড়াও বিবৃতিতে আরও বলা হয়, সংরক্ষণবাদ দমনে অবাধ বাণিজ্য ব্যাপকভাবে জোরদার করা এবং সিপিটিপিপি'র ক্ষেত্র সম্প্রসারণ করা দরকার।

উল্লেখ্য, ২০১৭ সালের জানুয়ারিতে আন্তঃদেশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশীদারি সম্পর্ক সংক্রান্ত চুক্তি বা টিপিপি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। টিপিপি'র আলোচনায় অংশগ্রহণকারী অন্যান্য ১১টি দেশ চুক্তি সংশোধন করে সিপিটিপিপি সৃষ্টি করে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর সিপিটিপিপি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।

(ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040