চীন-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রেখেছে: মার্কিন সাবেক প্রেসিডেন্ট
  2019-01-19 18:59:43  cri
জানুয়ারি ১৯: মার্কিন সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার গতকাল (শুক্রবার) বলেন, চীন-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০ বছর ধরে দু'দেশের সমৃদ্ধ উন্নয়ন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য অবদান রেখেছে। এদিন 'চীন-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী ও সপ্তম কার্টার কেন্দ্রের চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কবিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন।

জিমি কার্টার বলেন, দু'দেশ ১৯৭৯ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর, দু'দেশের অর্থনীতি আরো ভালো ও দ্রুত উন্নয়ন হয়েছে এবং পূর্ব এশিয়ার পরিস্থিতি সংঘর্ষ থেকে শান্তি ও স্থিতিশীলতায় পরিবর্তন হয়েছে।

সেমিনারে যুক্তরাষ্ট্রে চীনা রাষ্ট্রদূত ছুই থিয়ান খাই বলেন, ৪০ বছর আগে অভিন্ন স্বার্থের জন্য দু'দেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে, বর্তমান তা দু'দেশের সম্পর্ককে আরো সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, তাইওয়ান সমস্যা হচ্ছে দু'দেশের সম্পর্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সমস্যা। চীনের 'এক চীন নীতি' ও চীন-যুক্তরাষ্ট্র ৩টি যৌথ বিবৃতি দু'দেশের সম্পর্কের রাজনৈতিক ভিত্তি। দু'দেশ ও বিশ্বের জনগণ আশা করে, চীন ও যুক্তরাষ্ট্র মানবজাতির অভিন্ন স্বার্থের জন্য আরো বড় অবদান রাখবে।

(তুহিনা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040