থাইল্যান্ডে 'আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন—২০১৯' সংক্রান্ত অনানুষ্ঠানিক অধিবেশন অনুষ্ঠিত
  2019-01-19 16:47:51  cri
জানুয়ারি ১৯: দু'দিনব্যাপী 'আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন—২০১৯' সংক্রান্ত অনানুষ্ঠানিক অধিবেশন ১৭ জানুয়ারি থাইল্যান্ডের চিয়াং মাইতে অনুষ্ঠিত হয়। থাইল্যান্ড হচ্ছে এ বছর আসিয়ানের ধারাবাহিক সম্মেলনের পালাক্রমিক চেয়ারম্যান দেশ। এ বছরের মূল প্রতিপাদ্য হচ্ছে 'অবিরাম উন্নয়নে অংশীদারি সম্পর্ককে এগিয়ে নেয়া'। এবারের অধিবেশনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ বছরের আসিয়ান কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে মতবিনিময় করেন।

অধিবেশনের পর থাই পররাষ্ট্রমন্ত্রী এক সাংবাদিক সম্মেলনে বলেন, আঞ্চলিক আন্তঃসংযোগ ও আন্তঃযোগাযোগ জোরদার করতে, 'আসিয়ানের আন্তঃসংযোগ ও আন্তঃযোগাযোগ সংক্রান্ত সামষ্টিক কার্যক্রম ২০২৫'সহ কৌশলগত লক্ষ্য বাস্তবায়নকে এগিয়ে নিতে, সংলাপগত সহযোগী, বহিরাগত সহযোগী ও আন্তর্জাতিক সংস্থার মধ্যে সহযোগিতা জোরদার করতে এবং সংশ্লিষ্ট অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করতে একমত হন অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

তিনি আরো বলেন, দক্ষিণ চীন সাগরের স্থিতিশীলতা ও সমৃদ্ধি বাস্তবায়নে যে প্রচেষ্টা চালানো হয়েছে, তার উপর গুরুত্বারোপ করার কথা আরেকবার ঘোষণা করেন মন্ত্রীরা। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040