বাস্তবতার মাধ্যমে চীন ও যুক্তরাষ্ট্রের চলমান সম্পর্ককে দেখা উচিত: যুক্তরাষ্ট্রে চীনা রাষ্ট্রদূত
  2019-01-19 16:46:32  cri
জানুয়ারি ১৯: চীন-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী উপলক্ষ্যে গতকাল (শুক্রবার) যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারে এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ভাষণ দেন যুক্তরাষ্ট্রে চীনা রাষ্ট্রদূত ছুই থিয়ান খাই।

তিনি বলেন, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক অতীতের যে-কোনো সময়ের তুলনায় বর্তমানে আরও বেশি গুরুত্বপূর্ণ। বাস্তবতার মাধ্যমে দু'দেশের চলমান সম্পর্ককে দেখা উচিত বলে তিনি জানান।

ছুই থিয়ান খাই বলেন, বিগত ৪০ বছরে দু'দেশের সম্পর্ক লক্ষণীয় উন্নয়ন বাস্তবায়ন করেছে। এটি দু'দেশ ও দু'দেশের জনগণের এবং বিশ্বের জনগণের জন্য ব্যাপক কল্যাণ সৃষ্টি করেছে।

তিনি আরো বলেন, গত বছরের ১ ডিসেম্বর আর্জেন্টিনায় চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদ্বয়ের বৈঠকে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐকমত্যে পৌঁছান। এটি দু'দেশের সম্পর্কের ভবিষ্যত্ উন্নয়নে দিকনির্দেশনা দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখার জন্য দু'পক্ষের উচিত সমন্বয় জোরদার করা, পারস্পরিক আস্থা জোরদার করা এবং সহযোগিতা জোরদার করা। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040