বাংলাদেশে চীনের 'আনন্দময় বসন্ত উত্সব ২০১৯' শিরোনামে ধারাবাহিক অনুষ্ঠান শুরু
  2019-01-19 15:55:10  cri

 

 

জানুয়ারি ১৯: চীনের 'আনন্দময় বসন্ত উত্সব ২০১৯' শিরোনামে ধারাবাহিক অনুষ্ঠান গত বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

এবারের এই অনুষ্ঠান বাংলাদেশে চীনা দূতাবাসের উদ্যোগে চীনের ইয়ুন নান প্রদেশের সংস্কৃতি ও পর্যটন বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র যৌথভাবে আয়োজন করে।

'আনন্দময় বসন্ত উত্সব ২০১৯' ধারাবাহিক অনুষ্ঠানে নাচ ও অ্যাক্রোবেটিক্স ছাড়াও আলোকচিত্র প্রদর্শনী, ইয়ুন নান প্রদেশের অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারবিষয়ক সূচিকর্ম ও চিনির তৈরি ছোট ভাস্কর্য প্রদর্শন করা হবে।

 

অনুষ্ঠানে বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত চাং চৌ ভাষণে বলেন, সাংস্কৃতিক যোগাযোগ চীন-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ যোগাযোগের সার্বিক উন্নয়নের গুরুত্বপূর্ণ মিলনসূত্র এবং নতুন যুগে দু'দেশের কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ ও ভিত্তি। চীনে অ্যাক্রোবেটিক্স শেখা বাংলাদেশের শিশুরা দু'দেশের যোগাযোগের ফল ও দৃষ্টান্ত এবং বাংলাদেশের অ্যাক্রোবেটিক্স উন্নয়নের আশা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলি লাকি বলেন, এদিনের পারফরমেন্স অনেক সফল। চীনের ইয়ুন নান প্রদেশের নৃত্যদল ও বাংলাদেশের দলের পারফরমেন্সের মধ্যে মিল রয়েছে। এবারের অনুষ্ঠানের মাধ্যমে দু'দেশের সাংস্কৃতিক যোগাযোগ আরো উন্নত হয়েছে।

উল্লেখ্য, 'আনন্দময় বসন্ত উত্সব ২০১৯' ধারাবাহিক অনুষ্ঠান আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হবে। এ সময়ের মধ্যে চীনা চলচ্চিত্র প্রদর্শনী, চীনা ঐতিহ্যবাহী পোশাক প্রদর্শনী, ঘুড়ি উত্সব, চীন-বাংলাদেশ লোকসংগীত উত্সব, আলোকচিত্র প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হবে। (তুহিনা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040