থিয়ানচিন পরিদর্শন করেছেন চীনের প্রেসিডেন্ট
  2019-01-18 18:47:02  cri
জানুয়ারি ১৮: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (বৃহস্পতিবার) থিয়ানচিনে পরিদর্শন করেছেন। তিনি থিয়ানচিন বিশ্ববিদ্যালয়, আবাসিক সমাজ, বন্দর এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্র পরিদর্শন করেছেন।

নানখাই বিশ্ববিদ্যালয় পরিদর্শনের সময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের বলেন, দেশপ্রেম হলো চীনা জাতির হৃদয় ও আত্মা। তিনি শিক্ষার্থীদের নিজের শিক্ষার লক্ষ্যকে জাতি পুনরুদ্ধারের মহান লক্ষ্যের সঙ্গে সংযুক্ত করতে উত্সাহ দেন।

হ্যেপিং এলাকার সিনসিং সড়কের ছাওইয়া আবাসিক সমাজের স্বেচ্ছাসেবকরা ৩০ বছর সেবা দিয়েছে। সেখানে প্রতিটি পরিবার উপকৃত হয়েছে। প্রেসিডেন্ট সি বলেন, স্বেচ্ছাসেবক সেবা হলো সমাজ ও সভ্যতা উন্নয়নের গুরুত্বপূর্ণ প্রতীক। চীনের কমিউনিস্ট পার্টির বিভিন্ন পর্যায়ের কমিটি ও সরকারের উচিত স্বেচ্ছাসেবকদের সেবার জন্য আরও বেশি প্ল্যাটফর্ম গড়ে তোলা।

থিয়ানচিন বন্দর হলো বিশ্বের সবচেয়ে আধুনিক কৃত্রিম গভীর পানির বন্দর। বন্দরটি উত্তর চীনের গুরুত্বপূর্ণ বহুমুখী বন্দর ও বৈদেশিক বাণিজ্যিক বন্দর। বন্দর পরিদর্শনে প্রেসিডেন্ট সি বলেন, রাষ্ট্র উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অর্থনীতির উন্নয়ন। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০ বছর এবং সংস্কার ও উন্মুক্তকরণ নীতি কার্যকরের ৪০ বছরে চীনের নৌ পরিবহন ও বন্দর নির্মাণ ফলপ্রসূ হয়েছে। আমাদের উচিত প্রকৃত অর্থনীতি জোরদার করা।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040