চীন-রাশিয়া প্রতিনিধি পরিষদের চেয়ারম্যানের সাক্ষাত্
  2019-01-18 18:43:35  cri
জানুয়ারি ১৮: চীন সফররত রুশ পাবলিক চেম্বারের চেয়ারম্যান ভালেরি ফাদেইয়েভ গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে চীনা রাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) চেয়ারম্যান ওয়াং ইয়াংয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন।

সাক্ষাত্কালে ওয়াং ইয়াং বলেন, এ বছর হলো দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। দু'দেশের নেতাদের নেতৃত্বে দু'দেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দু'দেশের সম্পর্ক আঞ্চলিক, বিশ্বশান্তি ও স্থিতিশীলতার ভিত্তি। বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের বাস্তব সহযোগিতা স্থায়ীভাবে উন্নত হচ্ছে। সিপিপিসিসি অব্যাহতভাবে চীনের অর্থনীতি ও সামাজিক পরিষদের সঙ্গে রুশ পাবলিক চেম্বারের সহযোগিতা জোরদারে সমর্থন দেয়।

জবাবে ফাদেইয়েভ বলেন, রুশ পাবলিক চেম্বার দু'দেশের পারস্পরিক সমঝোতা, মৈত্রী ও সহযোগিতা জোরদারের চেষ্টা করবে।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040