চীনের ভূমিকম্প পূর্বাভাস ও তত্ত্বাবধানের সামর্থ্য অনেক বেড়েছে
  2019-01-18 18:22:50  cri
জানুয়ারি ১৮: আজ (শুক্রবার) চীনের ভূমিকম্প ব্যুরোর প্রধান চেং কুও কুয়াং বেইজিংয়ে বলেন, বর্তমানে চীনের ভূমিকম্প তত্ত্বাবধান ও পূর্বাভাসের সামর্থ্য বিপুল পরিমাণে বেড়েছে। পরবর্তীতে চীনের ভূমিকম্প ব্যুরো সার্বিকভাবে ভূমিকম্প তত্ত্বাবধান কাজের আধুনিকায়ন জোরদার করবে।

তিনি বলেন, ২০১৮ সালে চীনের ভূমিকম্প তত্ত্বাবধানের সামর্থ্য অনেক জোরদার হয়। দেশের সিছুয়ান প্রদেশের পশ্চিমাঞ্চলে এবং তিব্বতে ১১০টি নতুন তত্ত্বাবধান স্টেশন স্থাপিত হয়েছে। সিছুয়ান প্রদেশের পশ্চিমাঞ্চলে রিক্টার স্কেলে ২ মাত্রা এবং তিব্বতে রিক্টার স্কেলে ৩ মাত্রার ভূমিকম্প পর্যবেক্ষণ করা যায়। এতে পূর্বাভাসের সময় আরও কম প্রয়োজন হয়।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040