কর কমানোর মাধ্যমে চীনের ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান উন্নয়নের নতুন সুযোগ তৈরি হয়েছে
  2019-01-18 18:22:19  cri
জানুয়ারি ১৮: চীন সরকার সম্প্রতি অর্থনীতির নিম্নমুখী চাপ মোকাবিলায় ধারাবাহিক নতুন নীতি চালু করেছে। এর মধ্যে সর্বপ্রথম প্রকাশিত নীতি হলো: চীনের ক্ষুদ্র ও মাঝারি আকারের শিল্প প্রতিষ্ঠানের সার্বিক কর কমানো নীতি। বিশ্লেষকরা ধারণা করছেন, এতে চীনের ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান উন্নয়নের নতুন সুযোগ তৈরি হয়েছে। এ নীতি তিন বছর কার্যকর থাকবে।

সার্বিক কর কমানো নীতি অনুযায়ী চীনের অধিকাংশ শিল্প প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সরকারি নীতিতে লাভবান হতে পারবে।

এই দফা কর কমানো ব্যবস্থা কার্যকর হলে প্রতি বছর ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের ২০০ বিলিয়ন ইউয়ান কর কমবে। এই নীতি তিন বছর কার্যকর থাকায় মোট ৬০০ বিলিয়ন ইউয়ান কর কম দিতে হবে। নিঃসন্দেহে, এর ফলে ভবিষ্যতে চীনের বেসরকারি পুঁজি বিনিয়োগ ও ভোগ সামর্থ্য বাড়বে এবং বাজারে আরও প্রাণচাঞ্চল্য তৈরি হবে।

২০১৯ সালে বিভিন্ন খাতে চীনের সংস্কার আরও জোরদার হবে।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040