যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ রিপোর্ট প্রকাশিত
  2019-01-18 16:45:58  cri
জানুয়ারি ১৮: মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (বৃহস্পতিবার) ক্ষেপণাস্ত্র-প্রতিরোধ যাচাই রিপোর্ট প্রকাশ করেছে। ২০১০ সালের পর যুক্তরাষ্ট্র এই প্রথম ক্ষেপণাস্ত্র-প্রতিরোধ নীতি হালনাগাদ করেছে।

১০৮ পৃষ্ঠার এই রিপোর্ট প্রণয়ন করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যুরো। এতে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর ওপর ক্ষেপণাস্ত্র হুমকি, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র-প্রতিরোধ সামর্থ্য এবং ভবিষ্যত প্রযুক্তিগত উন্নয়নের বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিন পেন্টাগনে এক রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে বলেন, দেশের প্রতিটি শহরকে রক্ষা যায়, এমন ক্ষেপণাস্ত্র-প্রতিরোধ ব্যবস্থা গঠন করবে যুক্তরাষ্ট্র। এ ছাড়া, তিনি 'মহাকাশ বাহিনী' গঠনের কথাও উল্লেখ করেছেন।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040