সচিবালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2019-01-17 18:54:52  cri
টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হবার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো সচিবাবলয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে নিজ দপ্তরে গেলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও সিনিয়র কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, তিনি জনপ্রশাসনকে দুর্নীতিমুক্ত দেখতে চান। দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন দুর্নীতি হলেই ব্যবস্থা। পদোন্নতির ক্ষেত্রে শুধু জ্যেষ্ঠতা নয়, দক্ষতাকে প্রাধান্য দেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক সক্ষমতাকে কাজে লাগিয়ে আগামী পাঁচ বছরের মধ্যে প্রবৃদ্ধি ১০ শতাংশে উন্নীত করা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ নিজ দায়িত্বে রেখেছেন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040