মালির শান্তি ও উন্নয়নে আন্তর্জাতিক সমাজকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন চীনা প্রতিনিধি
  2019-01-17 16:37:06  cri
জানুয়ারি ১৭: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী উপপ্রতিনিধি উ হাই থাও গতকাল (বুধবার) নিরাপত্তা পরিষদে মালি সমস্যা বিশ্লেষণের সময় আন্তর্জাতিক সমাজকে মালির শান্তি ও উন্নয়নে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ভাষণে চীনা প্রতিনিধি উ হাই থাও বলেন, মালির সরকার ও জনগণ 'শান্তি ও সমঝোতা চুক্তি' বাস্তবায়নের জন্য বিপুল চেষ্টা চালিয়েছে এবং ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে। চীন এর প্রশংসা করে। এদিকে মালির উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অবনতি হচ্ছে, সন্ত্রাসী তত্পরতা খুব বেশি ঘটছে। যা মালির শান্তি প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। আন্তর্জাতিক সমাজের উচিত মালির শান্তি ও উন্নয়নে সমর্থন দেওয়া।

তিনি বলেন, চীনের চার শতাধিক শান্তিরক্ষী সেনা মালিতে দায়িত্ব পালন করছে। চীন আন্তর্জাতিক সমাজের সঙ্গে যৌথভাবে মালির শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে অবদান রাখবে।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040