২০১৯ সালে বিশ্ব স্বাস্থ্যের জন্য দশটি ঝুঁকি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  2019-01-17 16:36:31  cri
জানুয়ারি ১৭: সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু'র ওয়েবসাইটে '২০১৯ সালে বিশ্ব স্বাস্থ্যের জন্য দশটি ঝুঁকি'র তালিকা প্রকাশ করা হয়েছে। এতে বায়ু দূষণ এবং 'টিকা গ্রহণে দ্বিধা'র কারণে সৃষ্ট রোগও অন্তর্ভুক্ত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করে, দশটি স্বাস্থ্য ঝুঁকির মধ্যে বায়ু দূষণ সবচেয়ে বড় ঝুঁকি। সংস্থার তথ্য অনুযায়ী, 'বিশ্বে দশ জনের মধ্যে নয় জনই দূষিত বায়ুতে শ্বাস নিচ্ছে', 'বায়ুর দূষিত পদার্থ মানুষের শ্বাসযন্ত্র, হৃদপিণ্ড ও রক্ত সংবহন প্রক্রিয়ায় প্রবেশ করে; যা মানুষের ফুসফুস, হৃদযন্ত্র ও মস্তিষ্কের ক্ষতি করবে।' বিশ্বে প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষ বায়ু দূষণসংশ্লিষ্ট রোগে প্রাণ হারায়। এর মধ্যে ৯০ শতাংশ মৃত্যু ঘটেছে মাঝারি ও নিম্ন আয়ের দেশগুলোতে।

ভ্যাকসিন বা টিকা নেওয়ার সুযোগ থাকার পরও মানুষ টিকা নিতে দ্বিধান্বিত হয় বা প্রত্যাখ্যান করে। এর ফলে রোগ প্রতিরোধে মানুষের অর্জিত সফলতা হ্রাস পাবে। হু জানায়, সাম্প্রতিক বছরগুলোতে কিছু দেশের টিকা-ব্যবস্থা সন্তোষজনক নয়। এর ফলে, পূর্বে নিয়ন্ত্রিত কিছু রোগের প্রাদুর্ভাবে বর্তমানে রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে।

হু বলছে, টিকা দিয়ে রোগ প্রতিরোধ করা সবচেয়ে সাশ্রয়ী পদ্ধতি। টিকা নেওয়া হলে প্রতি বছর ২০ থেকে ৩০ লাখ মানুষের প্রাণহানি প্রতিরোধ করা সম্ভব বলেও জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040