কায়রোতে মিসরের প্রেসিডেন্টের সঙ্গে ইয়াং চিয়ে ছি'র সাক্ষাৎ
  2019-01-17 14:08:44  cri
জানুয়ারি ১৭: স্থানীয় সময় গতকাল (বুধবার) চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ও সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো স্থায়ী সদস্য এবং বিদেশবিষয়ক কমিটি কার্যালয়ের পরিচালক ইয়াং চিয়ে ছি কায়রোতে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি'র সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে ইয়াং চিয়ে ছি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন-মিসর সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে বিপুল অগ্রগতি অর্জিত হয়েছে। দু'দেশের উচিত 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের কাঠামোতে দ্বিপক্ষীয় সহযোগিতাব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্ল্যাটর্ফমকে কাজে লাগিয়ে দু'দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনা।

তিনি আরও বলেন, গত বছর প্রেসিডেন্ট সি চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলন এবং চীন-আরব লীগ সহযোগিতা ফোরামের অষ্টম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে চীন-আফ্রিকা, চীন-আরব লীগ সহযোগিতার নতুন প্রস্তাব পেশ করেন। মিসর হলো আরব ও আফ্রিকার বড় একটি দেশ। দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে ইচ্ছুক চীন।

এসময় প্রেসিডেন্ট সিসি বলেন, মিসর ও চীনের ঐতিহ্যগত মৈত্রী গভীর। চীনের উন্নয়নকে মিসর শ্রদ্ধার চোখে দেখে। চীনের সঙ্গে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের আওতায় যৌথভাবে কাজ করতে এবং সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক জোরদার করতে ইচ্ছুক তার দেশ। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040