প্রসঙ্গ: ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষে 'ব্রেক্সিট চুক্তি' নাকচ; অনাস্থার সম্মুখীন প্রধানমন্ত্রী
  2019-01-16 16:18:16  cri
ব্রিটেনের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় ইইউ'র সঙ্গে ব্রিটিশ সরকারের 'ব্রেক্সিট চুক্তি'র খসড়া নাকচ হয়ে গেছে। এর পরপরই দেশটির বিরোধী দল লেবার পার্টি প্রধানমন্ত্রী থেরিসা মে'র সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন। পার্লামেন্টে এ প্রস্তাবের ওপর স্থানীয় সময় আজ (বুধবার) বিতর্ক ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় হাউস অব কমন্সের স্পিকার জন বারকাউ ঘোষণা করেন, নিম্নকক্ষের ভোটাভুটিতে 'ব্রেক্সিট চুক্তি'র খসড়া নাকচ হয়ে গেছে। তিনি বলেন: প্রস্তাবের 'পক্ষে ২০২ এবং বিপক্ষে ৪৩২ ভোট পড়েছে।'

গত একশ বছরে পার্লামেন্টের নিম্নকক্ষে কোনো ব্রিটিশ সরকারের কোনো প্রস্তাব এতো বেশি ভোটের ব্যবধানে নাকচ হয়নি। ভোটের পরপরই দেশটির লেবার পার্টির নেতা জেরেমি কর্বিন মে সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব উত্থাপন করেন।

তিনি বলেন, "আজকের ভোটে গত শতাব্দির বিশের দশকের পর কোনো সরকারের সবচেয়ে বড় পরাজয় ঘটেছে। বর্তমান সরকার সংসদের আস্থা হারিয়েছে। তাই সংসদের প্রতি সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট গ্রহণের প্রস্তাব উত্থাপন করছি এবং এ প্রস্তাব নিয়ে আগামীকাল বিতর্কের দাবি করছি।"

ভোটের পর প্রধানমন্ত্রী থেরিসা মে বলেন, সরকার সংসদের আস্থা হারিয়েছে বলে তিনি মনে করেন না।

তিনি বলেন,"প্রথম প্রশ্ন: বর্তমান সরকারের ওপর সংসদের আস্থা আছে কি? এ প্রশ্নের উত্তর নিশ্চিত করতে হবে। আমি মনে করি সরকারের প্রতি সংসদের আস্থা আছে। তবে আজকের ভোটের ফলাফল দেখে যদি কেউ বিষয়টি নিয়ে নিশ্চিত হতে চায়, তবে তাকে নিশ্চিত হতে দিতে হবে। বিরোধী দল সন্ধ্যায় সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট গ্রহণের দাবি জানালে, সরকার আগামীকাল এ প্রস্তাব নিয়ে বিতর্ক করবে।"

ব্রিটেনের সংসদের নিম্নকক্ষে স্থানীয় সময় আজ (বুধবার) জেরেমি কর্বিনের উত্থাপিত অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্ক ও ভোটগ্রহণ করা হবে। নিয়ম অনুযায়ী বর্তমান সরকার ভোটাভুটিতে হেরে গেলে আগামী ১৪ দিনের মধ্যে নতুন সরকার গঠিত হবে এবং সেই সরকারকে সংসদের নিম্নকক্ষের অর্ধেকেরও বেশি সংসদসদস্যের সমর্থন পেতে হবে। তা না-হলে নির্ধারিত সময়ের পূর্বে সাধারণ নির্বাচন আয়োজিত হবে। আর আস্থা ভোটে টিকে গেলে প্রধানমন্ত্রী থেরিসা মে ২১ জানুয়ারির মধ্যে নতুন করে 'ব্রেক্সিট চুক্তি' সংসদে উপস্থাপন করতে পারবেন।

এদিকে, 'ব্রেক্সিট চুক্তি'র ওপর ভোটের ফল ঘোষণার পর ব্রিটিশ মুদ্রা পাউন্ড স্টার্লিংয়ের মূল বেড়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২০১৬ সালে গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওযার সিদ্ধান্ত নেয় ব্রিটেন। ২০১৭ সালের ২৯ মার্চ দেশটি ইইউ'র কাছে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানায় এবং এর মাধ্যমে 'ব্রেক্সিট প্রক্রিয়া' আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ব্রিটেন ও ইইউ'র মধ্যকার চুক্তি অনুযায়ী আগামী ২৯ মার্চ ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ইইউ থেকে বেরিয়ে যাবে।

তবে, বেরিয়ে যাওয়ার আগে ব্রিটিশ সরকার ইইউ'র সঙ্গে একটি আলাদা চুক্তির খসড়ার ব্যাপারে একমত হয়। এটি ব্রেক্সিটপরবর্তী দ্বিপক্ষীয় সম্পর্কসংশ্লিষ্ট। খসড়া চুক্তিটি ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত হলেও, ব্রিটিশ পার্লামেন্টে বিপুলভাবে প্রত্যাখ্যাত হলো। অধিকাংশ ব্রিটিশ এমপি চুক্তির কয়েকটি শর্ত নিয়ে আপত্তি তুলেছেন। এ অবস্থায়, ব্রেক্সিট তথা ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পড়ল। বিশেষজ্ঞরা বলছেন, চুক্তি ছাড়া যদি ব্রিটেন ইইউ থেকে বেরিয়ে আসে, তবে দেশটির অর্থনীতি ও ব্যবসায়ীরা অনিশ্চয়তার মধ্যে পড়বে; হবে ক্ষতিগ্রস্ত। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040