মার্কিন ডলারের আধিপত্য থেকে মুক্তির প্রবণতা জোরদার হবে: রুশ প্রধানমন্ত্রী
  2019-01-16 15:43:19  cri
জানুয়ারি ১৬: সারা বিশ্বে মার্কিন ডলারের আধিপত্য থেকে মুক্তির প্রবণতা জোরদার হবে বলে মন্তব্য করেছেন রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। গতকাল (মঙ্গলবার) মস্কোয় আয়োজিত 'গাইদার ফোরামে' এ-কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমানে অনেক দেশ ডলারের উপর তাদের অর্থনীতির নির্ভরতা কমাতে চায় এবং এ প্রবণতা ভবিষ্যতে আরও জোরদার হবে। বর্তমান বিশ্বের প্রধান বৈদেশিক রিজার্ভ মুদ্রা মার্কিন ডলার। কিন্তু যুক্তরাষ্ট্র ডলারের ওপর এ বিশ্বাস "ধ্বংস" করছে। এ কারণে মার্কিন ডলার থেকে মুক্তির প্রক্রিয়া জোরদার হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বিশ্ব অর্থনীতির অন্যান্য দেশের ওপর নিজের অভ্যন্তরীণ আর্থ-রাজনৈতিক হুমকি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

উল্লেখ্য, রাশিয়ার গাইদার ফোরাম দাভোস ফোরামের মতো। ২০১০ সাল থেকে প্রতি বছর গাইদার ফোরাম অনুষ্ঠিত হয়ে আসছে।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040