রাশিয়ার সঙ্গে ট্রাম্পের গোপন যোগাযোগের অভিযোগ মার্কিন ষড়যন্ত্রের অংশ: রুশ মুখপাত্র
  2019-01-16 11:17:56  cri

জানুয়ারি ১৬: রাশিয়ার প্রেসিডেন্টের প্রেস সচিব দিমিত্রি পেস্কভ সম্প্রতি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার তথাকথিত গোপন যোগাযোগের অভিযোগ মার্কিন ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। এ অভিযোগের কোনো ভিত্তি নেই।

পেস্কভ আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর ক্রমাগত নিষেদ্ধাজ্ঞার চাপ দিয়ে গেছে। কিন্তু কোনো চাপের সামনে নতি স্বীকার করেনি রাশিয়া। সম্প্রতি রাশিয়া-ইউরোপ 'নর্ড স্ট্রিম-২' প্রাকৃতিক গ্যাস পাইপলাইন নির্মাণেও বাগড়া দিতে আসে যুক্তরাষ্ট্র। এর লক্ষ্য ইউরোপের বাজারে মার্কিন আধিপত্য বজায় রাখা।

উল্লেখ্য, 'নর্ড স্ট্রিম-২' পাইপলাইন দিয়ে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস জার্মানিতে পৌঁছাতে পারে। মার্কিন কংগ্রেস গত ডিসেম্বরে ইউরোপকে এ প্রকল্প থেকে সরে আসার তাগিদ দেয়। কংগ্রেস তখন নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছে। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040