পর্যটন খাতে চীন-ভারত সহযোগিতার সম্ভাবনা বিপুল: নয়াদিল্লিতে চীনা রাষ্ট্রদূত
  2019-01-16 11:14:56  cri

জানুয়ারি ১৬: নয়াদিল্লিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লুও চাও হুই বলেছেন, পর্যটন খাতে তাঁর দেশের সঙ্গে ভারতের সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে। তিনি গতকাল (মঙ্গলবার) নয়াদিল্লিতে ভারতের পর্যটন সমিতি (টিএএআই) আয়োজিত নববর্ষের এক অনুষ্ঠানে এ কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, চীন ও ভারতের মধ্যে সাংস্কৃতিক আদানপ্রদান অনেক আগে থেকে শুরু হয়, যা থেকে অনেক মূল্যবান ফলাফল অর্জিত হয়েছে। গত বছর দু'দেশের ১০ লাখেরও বেশি মানুষ একে অপরের দেশ সফর করে। আগামী কয়েক বছরে এ সংখ্যা ২০ লাখে উন্নীত করার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে গত ডিসেম্বরে। তখন অনুষ্ঠিত দু'দেশের উচ্চ পর্যায়ের আদানপ্রদান ব্যবস্থার প্রথম সম্মেলনে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

লুও চাও হুই আরও বলেন, গত এপ্রিল মাসে উহানে দু'দেশের নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক বৈঠকের পর দ্বিপক্ষীয় সম্পর্ক দ্রুত উন্নত হতে শুরু করে। দ্বিপক্ষীয় সম্পর্কের আরও উন্নয়নে চীনা রাষ্ট্রদূত ৫-দফা প্রস্তাবও তুলে ধরেন।

অনুষ্ঠানে টিএএআই'র সভাপতি সুনিল কুমার বলেন, দু'দেশের মধ্যে পর্যটন খাতে সহযোগিতা উন্নয়নের সম্ভাবনা অনেক। আর এ ধরনের সহযোগিতা সার্বিকভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, গত বছর দু'দেশের মধ্যে একাধিক সহযোগিতাচুক্তি স্বাক্ষরিত হয়। ভবিষ্যতে দু'দেশের সম্পর্ক উন্নয়নে পর্যটন খাতের সহযোগিতা আরও অবদান রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040