হেঁটে হেঁটে গাই গাই
  2019-01-15 19:05:24  cri

লি রুং হাও, ১৯৮৫ সালের ১১ জুলাই চীনের আনহুই প্রদেশের বাংবু শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূখণ্ডের সংগীত জগতের বিখ্যাত গায়ক, গীতিকার, গিটারিস্ট (Guitarist) এবং অভিনেতা।

লি রুং হাও নয় বছর বয়স থেকে চৌম্বকীয় টেপ শুনতে শুনতে গিটার বাজানো শিখেন। সংগীতের এই অনুরাগী মাধ্যমিক স্কুলের পর থেকে আর স্কুলে যাননি।

এরপর বাবা মা'র পরামর্শ অনুযায়ী লি রুং হাও প্রতি সপ্তাহে ট্রেনে করে বাংবু শহর থেকে নানচিং শহরে গিয়ে ডাবল বাস (Double bass) শিখেন। তিনি টানা সাত বছর ধরে ডাবল বাস শিখেছেন। পরে তিনি নিজেও গিটার ক্লাস শুরু করেন এবং এসব ক্লাসে শতাধিক ছাত্রছাত্রী তার কাছ থেকে গিটার শিখেছে।

লি রুং হাও চীনের নানচিং শহরে একটি সংগীত ব্যান্ড দল গঠন করেন। এ ছাড়া, লি রুং হাও চিয়াংসু প্রদেশের পঞ্চম পপ সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন।

লি রুং হাও আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে লেখাপড়া করতে চেয়েছিলেন। তিনি তিন বার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেন এবং তিন বারই ব্যর্থ হন। লি রুং হাও একটি গুরুতর গাড়ি দুর্ঘটনায় পড়েন। এ কারণে তিনি হাসপাতালে এক বছর চিকিত্সাধীন ছিলেন। হাসপাতাল থেকে বের হওয়ার পর তিনি তাঁর মাকে নিয়ে বেইজিংয়ে আসেন। তিনি বেইজিংয়ে গান রচনা শুরু করেন।

২০০৪ সাল থেকে লি রুং হাও ধীরে ধীরে বিখ্যাত হতে থাকেন। তিনি জীবনে প্রথম ম্যাগাজিনে সাক্ষাত্কার দেনে এবং তার প্রথম গিটার সংগীত 'বিরক্ত' প্রকাশ করেন। ২০০৫ সালে লি রুং হাও আবারও একটি সংগীত ম্যাগাজিনে সাক্ষাত্কার দেন এবং নিজের দ্বিতীয় গান স্বপ্ন (DREAM) প্রকাশ করেন। একই বছর তিনি 'আমার সংগীতের স্বপ্ন' নামের একটি বইয়ের প্রধান সম্পাদক হিসেবে কাজ করেন। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে 'গিটার চায়না' কোম্পানির গীতিকার হন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040