দ্বাদশ এশীয় অর্থ ফোরামে টেকসই উন্নয়ন ও অভিন্ন সমৃদ্ধি প্রসঙ্গ
  2019-01-15 13:57:56  cri

গতকাল (সোমবার) দ্বাদশ এশীয় অর্থ ফোরামের উদ্বোধন করা হয়। দু'দিনব্যাপী ফোরামের প্রতিপাদ্য হচ্ছে: 'টেকসই উন্নয়ন ও সমন্বিত ভবিষ্যাৎ'। ফোরামে বিদ্যমান সর্বশেষ অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি, নব্যতাপ্রবর্তন ও আর্থিক প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার লক্ষ্য, টেকসই উন্নয়ন ও অভিন্ন সমৃদ্ধি অর্জনের উপায় খুঁজে বের করা।

চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান লিনজেনইউয়েএ উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন। ভাষণে তিনি বলেন, ২০১৯ সালে বিশ্বকে বহু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। তবে সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং শিল্পের স্বাস্থ্যকর উন্নয়নের কারণে, হংকংয়ের উন্নয়নের ব্যাপারে তিনি আস্থাবান।

তিনি বলেন, "হংকংয়ের সামনে চ্যালেঞ্জ আছে। তবে, সুযোগ আছে তারচেয়ে বেশি। বলা যায়, আমরা বর্তমান ভিত্তি ও নীতিগত সুবিধা কাজে লাগাতে পারলে, বিশ্বের চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করতে সক্ষম হব। এতে নতুন দফা উন্নতিসাধন সম্ভব হবে। অর্থশিল্প এতে সহায়ক ভূমিকা পালন করবে। কারণ, এ শিল্প ২০১৭ সালে জিডিপি'র ৯০ শতাংশ ছাড়িয়েছে।"

একই সঙ্গে লিনজেনইউয়েএ বলেন, চীনের মূল ভূভাগের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং 'এক দেশ, দুই সামাজিক ব্যবস্থা' নীতির সুবিধার কারণে, হংকং অর্থকেন্দ্র হিসেবে নিজের অবস্থান শক্তিশালী করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, "আমরা মূলত মূল ভূভাগের ওপর নির্ভর করে থাকি। সংস্কার ও উন্মুক্তকরণের ফলে বর্তমানে চীনের মুল ভূভাগ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক সত্ত্বায় পরিণত হয়েছে। দেশের জিডিপি'র পরিমাণ ১২ লাখ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, হংকং 'এক দেশ, দুই সামাজিক ব্যবস্থা' নীতির সুবিধা কাজে লাগিয়েছে। পাশাপাশি মূল ভূভাগের উন্নতিতে হংকং অপরিহার্য ভূমিকা পালন করছে।"

হংকংয়ের অর্থ-বাণিজ্য উন্নয়ন ব্যুরোর চেয়ারম্যান লুও খাংরুই উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, বিশ্ব অর্থনীতিতে নানা চ্যালেঞ্জ ও বিশ্ব বাজারে বিদ্যমান নানা সমস্যা সমাধানের জন্য, বিশ্বের সব অর্থনৈতিক সত্ত্বার যৌথ প্রচেষ্টা চালানো দরকার। একই সঙ্গে তিনি বলেন, চীনের উত্থাপিত 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বিশ্বের উন্নয়নে সহায়ক হবে। তিনি বলেন, "বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি ও উন্নতির জন্য নতুন পদ্ধতি দরকার। এ লক্ষ্য বাস্তবায়ন করতে চাইলে সবাইকে যৌথ প্রচেষ্টা চালাতে হবে। ৫ বছর আগে চীনের উত্থাপিত 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমকে যুক্ত করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো প্রদান করেছে, যা বৈশ্বিক উন্নয়নে সহায়ক।"

এশীয় অর্থ ফোরাম প্রতিবছরের জানুয়ারির মাঝামাঝিতে অনুষ্ঠিত হয়। এ ফোরামে এশিয়া ও বিশ্ব অর্থনীতির পরবর্তী এক বছরের সম্ভাব্য উন্নতি নিয়ে আলোচনা হয়। চীনের যুব প্রতিষ্ঠাতা সমিতির উপমহাসচিব চাং হুয়া ফোরামে বলেন, "এশীয় অর্থ ফোরাম সাধারণত প্রতিবছর দাভোস ফোরামের দশ দিন আগে অনুষ্ঠিত হয়। আমরা কয়েক বছর ধরে দেখছি, এশীয় অর্থ ফোরাম ও দাভোস ফোরামে উপস্থাপিত তথ্য-উপাত্তের মধ্যে বেশ মিল থাকে। পরবর্তী এক বছরের অর্থনৈতিক উন্নতিতে এর বিশেষ তাত্পর্য রয়েছে।"

(রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040